কুশমণ্ডি ব্লকে প্রচুর সব্জি উৎপাদন হলেও বিক্রি করতে বংশীহারি কিষানমাণ্ডিতে ছুটছেন কৃষকরা
বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, গঙ্গারামপুর: কুশমণ্ডি ব্লকে প্রচুর সব্জির চাষ হয়। কিন্তু ওই সব্জি বিক্রি করতে ব্লকের কিষানমাণ্ডি ছেড়ে বংশীহারিতে ছুটছেন কৃষকরা। দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে উল্লেখযোগ্য সব্জির চাষ হয় কুশমণ্ডি ব্লকে। উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর মহকুমায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে সব্জি চাষ হয়ে থাকে। তারমধ্যে অধিকাংশ সব্জি উৎপাদন হয় কুশমণ্ডি ব্লকে। বর্তমানে কুশমণ্ডি ব্লক থেকে উৎপাদিত উচ্ছে, ঢেঁড়শ, ঝিঙে, পটল, কুমড়ো চলে যাচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কৃষকদের স্বার্থে কুশমণ্ডি-কালিয়াগঞ্জ রাজ্য সড়কের জামবাড়িতে কিষানমাণ্ডি থাকলেও পাইকারি সব্জির কোনও বাজার গড়ে না ওঠায় কৃষকদের ভরসা ব্লকের ঊষাহরণ, ঝাপরাগাছি হাট। পাশাপাশি কৃষকরা বংশীহারি কিষানমাণ্ডির উপরেই নির্ভর করেন।
কৃষকদের অভিযোগ, প্রশাসনিক উদাসীনতার কারণেই কুশমণ্ডি কিষানমাণ্ডিতে পাইকারি সব্জি বিক্রির সুব্যবস্থা নেই। এজন্য কৃষকরা বংশীহারি ও ব্লকের হাটের উপরেই নির্ভর করছেন। এদিকে, কুশমণ্ডি কিষানমাণ্ডিতে পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য এগ্রো মার্কেটিং দপ্তরের আর্থিক সহায়তায় ২ কোটি টাকা বরাদ্দে ৩০টি স্টল তৈরি হচ্ছে। কিন্তু পাইকারি সব্জি বিক্রির জন্য নির্দিষ্ট চাতাল ও কৃষকদের সম্মিলিত করার কোনও উদ্যোগ নেই। কুশমণ্ডি কিষানমাণ্ডিতে ধান কেনা ও কিছু স্টল বিতরণ করতে পেরেছে রেগুলেটেড মার্কেটিং দপ্তর। বিকেলে খুচরো বাজার বসছে। তাছাড়া এলাকার কৃষকরা সেভাবে কিষানমাণ্ডির সুবিধা পাচ্ছে না।
দক্ষিণ দিনাজপুর জেলা রেগুলেটেড মার্কেটিং দপ্তরের আধিকারিক শ্যামল মাঝি বলেন, কুশমণ্ডি ব্লকে কিষানমাণ্ডি রয়েছে। পাইকারি বাজারে সব্জি বিক্রির জন্য কিষানমাণ্ডিতে কৃষকদের আসতে হবে। পাশাপাশি পাইকারদের আমন্ত্রণ করতে হবে। কৃষকরা যদি না যায়, তবে বিষয়টি স্থানীয় প্রশাসনকে দেখতে হবে। আমরা পরিকাঠামো উন্নয়নে আরও দুই কোটি টাকা বরাদ্দে ৩০টি স্টল তৈরি করে দিচ্ছি। আমাদের দিক থেকে কোনও সমস্যা নেই।
সরলা এলাকার কৃষক গণেশ রাজবংশী বলেন, আমরা উৎপাদিত সব্জি ঊষাহরণ ও ঝাপরাগাছি হাটে বিক্রি করি। যেদিন হাট থাকে না সেদিন বংশীহারি কিষানমান্ডিতে সব্জি নিয়ে যাই। আমাদের কুশমণ্ডি কিষানমাণ্ডিতে সব্জির পাইকারি বেচাকেনা হয় না। প্রশাসন উদ্যোগ নিলে আমরা কুশমণ্ডিতে সব্জি নিয়ে যাব।
কুশমণ্ডির বিডিও নয়না দে বলেন, কুশমণ্ডি কিষানমাণ্ডিতে সব্জির পাইকারি বিক্রি হয় না, বিষয়টি আমার জানা ছিল না। এনিয়ে ব্লক কৃষি অধিকর্তা ও কৃষি সমবায় সমিতির সঙ্গে কথা বলব। কিষাণমাণ্ডিতে যাতে কৃষকরা এই সুবিধা পান সেজন্য যথাযথ ব্যবস্থা করব। ফাঁকা কুশমণ্ডি কিষানমাণ্ডি। - নিজস্ব চিত্র।