আলিপুরদুয়ার সদর বা কোচবিহারই ভরসা, সুপার স্পেশালিটি হাসপাতাল চায় কুমারগ্রাম
বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, কুমারগ্রাম: অসম-বাংলা সীমানায় ও ভারত-ভুটান সীমান্তে অবস্থিত কুমারগ্রাম ব্লক। এই এলাকায় রয়েছে বেশ কয়েকটি চা বাগান। প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য পরিষেবা খুব একটা উন্নত নয়। তাই কুমারগ্রামের সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কিংবা কোচবিহার এমজেএন হাসপাতালের উপর নির্ভর করতে হয়। এই পরিস্থিতিতে কুমারগ্রামে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির দাবি উঠছে।
কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে একটি গ্রামীণ হাসপাতাল আছে। সেখানে কোনও বিশেষজ্ঞ চিকিৎসক নেই। হাসপাতালের পরিকাঠামোও ততটা উন্নত নয়। কুমারগ্রাম ব্লকের কুমারগ্রামে রয়েছে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে ইন্ডোর পরিষেবা চালু থাকলেও গুরুতর অসুস্থ রোগীদের জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়। ব্লকের বারোবিশায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেখানে শুধুমাত্র আউটডোর পরিষেবা ছাড়া আর কোনও সুবিধা পান না রোগীরা। স্বাভাবিক কারণেই চিকিৎসা পরিষেবার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কিংবা কোচবিহার এমজেএন হাসপাতালের উপর নির্ভর করে থাকতে হয় কুমারগ্রাম ব্লকের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে।
কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা বলেন, চিকিৎসার দিক থেকে কুমারগ্রাম দীর্ঘদিন থেকে বঞ্চিত। এখানকার মানুষকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ির মতো জায়গায় চিকিৎসা পরিষেবা নিতে যেতে হয়। কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অতীতে চিঠি পাঠানো হয়েছিল। এছাড়াও প্রশাসনের বিভিন্ন মহলে দাবি জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। এই পরিস্থিতিতে কুমারগ্রামে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা দরকার। এতে বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবে।
কুমারগ্রামে উন্নতমানের চিকিৎসা কেন্দ্র তৈরি দাবি জানিয়েছে সাধারণ মানুষও। বারোবিশার বাসিন্দা স্কুল শিক্ষক বিপ্লব দে বলেন, কুমারগ্রামে বসবাসকারী নাগরিকদের জন্য চিকিৎসা পরিষেবা নেই। যা রয়েছে তা হল প্রাথমিক চিকিৎসা। তাই সুপার স্পেশালিটি হাসপাতালের মতো চিকিৎসা কেন্দ্র তৈরি করা হোক। এতে করে শুধু কুমারগ্রামের বাসিন্দারাই নয়, নিম্ন অসম, কোচবিহার জেলার একাংশের বাসিন্দাও উপকৃত হবেন।
সাধারণ মানুষের এই দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ। তিনি বলেন, কুমারগ্রামে যে স্বাস্থ্য পরিষেবা বলে কিছু নেই, তা বারবার বিধানসভায় তুলে ধরেছি। কিন্তু এই বিষয়ে রাজ্য সরকারের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির বিষয়টি বিধানসভায় তুলে ধরব।
কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন বলেন, কুমারগ্রামে উন্নতমানের চিকিৎসা কেন্দ্র তৈরির দাবি যথার্থ। আমাদের রাজ্য সরকার সবসময় প্রত্যন্ত এলাকার উন্নয়নে সচেষ্ট রয়েছে। কুমারগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল কিংবা উন্নতমানের কোনও চিকিৎসা কেন্দ্র চালু হলে চা ও কৃষি বলয়ের মানুষ ভীষণভাবে উপকৃত হবে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতাল। - নিজস্ব চিত্র।