• মাথাভাঙা হাসপাতালের সামনে টোটোর কব্জায় ফুটপাত, সর্বক্ষণই লেগে যানজট
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা মহকুমা হাসপাতালের সামনের রাস্তা ও ফুটপাতে টোটো পার্কিং করায় নিত্যদিন যানজট লেগেই থাকে। ফলে হাসপাতালে রোগী নিয়ে ঢুকতে সমস্যায় পড়েন অ্যাম্বুলেন্স চালক সহ রোগীর পরিজনরা। হাসপাতাল চত্বরে রাস্তায় টোটো যাতে না পার্ক করা হয় সেনিয়ে একাধিকবার ট্রাফিক পুলিস ও পুরসভা উদ্যোগ নিলেও তা কোনও কাজেই আসছে না। হাসপাতালের সামনের রাস্তার দু’দিকে ওষুধের দোকান সহ একাধিক ল্যাবরেটরি রয়েছে। সেখানে ডাক্তার দেখাতে ও রোগের পরীক্ষা নিরীক্ষা করতে গ্রাম থেকে অনেকেই টোটো রিজার্ভ করে আসেন। সেই টোটোগুলিও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় যানজট হয়। একইসঙ্গে শহরের টোটো চালকরাও যাত্রী তোলার জন্য রাস্তার উপরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। ভোগান্তি দূর করতে হাসপাতাল চত্বরে একটি টোটোস্ট্যান্ড করার দাবি তুলেছেন স্থানীয়রা। টোটোস্ট্যান্ড হলে সমস্যা কিছুটা হলেও কমবে। এর আগে টোটোর জন্য স্ট্যান্ড তৈরি সহ একমুখী চলাচল করার কথা বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। 

    এ ব্যাপারে মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, আমরা হাসপাতালের সামনে টোটো দাঁড়ানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলাম। কিছুদিন স্বাভাবিক চলার পর আবারও যানজট হচ্ছে। টোটোস্ট্যান্ড করতে হলে জমির প্রয়োজন। সেটা আমরা দেখছি। জমি পাওয়া গেলেই টোটোস্ট্যান্ড করা হবে। ওই সড়কে একমুখী টোটো চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই উদ্যোগ কার্যকর করা হবে। 

    মাথাভাঙা থানার ট্রাফিক অফিসার শ্যামল সাহা বলেন, হাসপাতালের সামনে যানজট সামলাতে দু’জন সিভিক ভলান্টিয়ার রাখা হয়েছে। টোটোচালকরা কোনও কথাই মানছেন না। তাই সমস্যা হচ্ছে। পুরসভার সঙ্গে আলোচনা করে পদক্ষেপ করা হবে। 

    প্রসঙ্গত, হাসপাতালের সামনের রাস্তার দু’দিকে ল্যাবরেটরি, বেশকিছু দোকান ও ওষুধের দোকান আছে। ওসব দোকানের বেঞ্চ সহ জিনিসপত্র ফুটপাতের একাংশ দখল করে একসময় রাখা হতো। পুরসভা ও মহকুমা প্রশাসন ফুটপাত দখলমুক্ত করার পর এখন সেখান টোটো দাঁড়িয়ে থাকে। টোটোর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সমস্যা এখন জটিল জায়গায় পৌঁছেছে। আর একারণেই যানজটে ভোগান্তি হচ্ছে সাধারণ রোগী ও তাঁর পরিজনদের। 

    হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালের সামনের রাস্তা দেখভাল করে পুরসভা। ফলে হাসপাতালের পক্ষ থেকেও যানজটের সমস্যার কথা পুরসভাকে জানানো হয়েছিল। কিন্তু পুরসভা বা প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় যানজট সমস্যা পোহাতে হচ্ছে সকলকে। হাসপাতালের ডিউটিতে চিকিৎসকদের আসতেও যানজটের মুখে পড়তে হচ্ছে।
  • Link to this news (বর্তমান)