সামশেরগঞ্জে এলাকায় গিয়ে বাসিন্দাদের নিজের নম্বর দিলেন নতুন পুলিস সুপার
বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সামশেরগঞ্জের দুর্গত এলাকায় বাড়ি বাড়ি ঘুরছেন নতুন পুলিস সুপার। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নিজের ফোন নম্বর চিরকুটে লিখে তাঁদের দিয়ে আসছেন এসপি। জঙ্গিপুর পুলিস জেলার এসপি হিসেবে দায়িত্ব নিয়েই অমিতকুমার সাউ মানুষের মনে সাহস জোগানোর চেষ্টা করছেন। পদস্থ আধিকারিকদের নিয়ে পাড়ায় ঘুরে মানুষের সমস্যার কথা শুনছেন তিনি। সোম ও মঙ্গলবার সামশেরগঞ্জের উপদ্রুত এলাকায় তাঁর সঙ্গে ছিলেন ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান, ওসি সুব্রত ঘোষ প্রমুখ। পুলিস সুপার বলেন, শনিবার জেলায় কাজে যোগ দেওয়ার পর থেকে প্রতিটি এলাকায় ঘুরছি। দুর্গত পরিবারের সঙ্গে কথা বলছি। একটা খুবই খারাপ ঘটনা ঘটেছে। খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হোক, সেটা সকলেই চান। মানুষের কনফিডেন্স ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেক বাসিন্দাদের হাতে ছোট ছোট কাগজে আমার নিজের নম্বর দিয়ে এসেছি। এসডিপিও এবং ওসির নম্বরও দেওয়া হয়েছে। পাড়ায় পাড়ায় ফ্লেক্স লাগিয়ে আমাদের নম্বর টাঙিয়ে দেওয়া হয়েছে। ছোট ঘটনা ঘটলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রতিটি গ্রামে ঢোকার মুখে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে বলে জানা গিয়েছে। যেসব এলাকায় ক্যামেরা ভেঙেছে সেগুলি মেরামত করছে পুলিস। ছোট ছোট ক্যাম্প করে মানুষের অভিযোগ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। • নিজস্ব চিত্র