• ট্রাক্টরের চাকার কাদায় বিপজ্জনক রাস্তা, ব্যাপক ক্ষোভ গ্রামবাসীদের
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: পিচ রাস্তার উপর কাদা। ফলে গাড়ি নিয়ে যাতায়াত করতে চরম সমস্যা হচ্ছে চন্দ্রকোণা-১  ব্লকের বেউড়গ্রাম-নিচ্‌ন্যা রাস্তায়। সোমবার রাতে বৃষ্টি হওয়ার পর মঙ্গলবার সকালে রাস্তার উপর কাদার কারণে স্কুলভ্যানও যাতায়াত করতে পারেনি। রাস্তার বর্তমান দশার কথা স্বীকার করেছেন মাংরুল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান শান্তনু বন্দ্যোপাধায়। তিনি বলেন, মাটি ভর্তি ট্রাক্টর এবং ধান কাটার মেশিন যাতায়াত করায় ব্যস্ততম রাস্তার উপর মাটির মোটা আস্তরণ পড়ে গিয়েছিল। সোমবারের বৃষ্টিতে সেই মাটি কাদায় পরিণত হয়েছে। ফলে এই সমস্যা হয়েছে। এর ফলে আমরাও তিতিবিরক্ত। ওই এলাকায় কয়েকটি পুকুর কাটার কাজ চলছে। সেই সঙ্গে জমিতে কম্বাইন হারভেস্টর নামিয়ে ধান কাটারও কাজ চলছে। মাটি ভর্তি ট্রাক্টরগুলি যখন রাস্তা দিয়ে যাতায়াত করে, তখন ট্রাক্টরের ডালা উপচে মাটি পিচ রাস্তার উপর পড়ে। অন্যদিকে মাঠে কাদা থাকার কারণে হারভেস্টরগুলি এক মাঠ থেকে অন্য মাঠে যায়, তখনও চাকার টাওয়ার এবং চেনের গ্রিপারের কাদাগুলি পিচ রাস্তার উপর পড়ে যাচ্ছে। এর ফলে রাস্তার উপর মাটির মোটা আস্তরণ পড়ে গিয়েছিল। 

    ওই মাটির উপর সোমবারের রাতের বৃষ্টির ফলে রাস্তা বিপজ্জনক হয়ে উঠেছে। ওই এলাকার আঁধারিয়া থেকে শুরু হওয়া যে ১১ কিলোমিটার রাস্তাটি নিচ্‌ন্যা, বেটাগ্রাম, পুড়শুড়ি, আগর হয়ে বেউড়গ্রামে গিয়েছে, সেই পিচ রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। ওই এলাকায় গোয়ালডাঙাতে একটি নার্সারি স্কুল রয়েছে। এদিন সকালে স্কুলের গাড়িগুলিও যেতে পারেনি বলে অভিভাবকরা জানালেন। স্কুলের প্রিন্সিপ্যাল কুহেলি মণ্ডল বলেন, এদিন ওই রাস্তা দিয়ে আসা ভ্যানগুলি স্কুলে আসেনি। কেন আসেনি, তা খোঁজ নিয়ে দেখতে হবে। উপপ্রধান বলেন, শুধু ওই রাস্তা নয়, আমাদের ব্লকের অধিকাংশ রাস্তার উপরেই মাটি পড়ে জঘন্য অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)