খাল দখল করে বাড়ি তোলার চেষ্টা তৃণমূল নেতাদের, বিক্ষোভে মহিলারা
বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, বসিরহাট: প্রথমে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। এরপর ক্ষিপ্ত হয়ে অবৈধ নির্মাণ ভাঙলেন মহিলারা। তৃণমূল নেতাদের মদতেই অবৈধভাবে খাল দখল করে বাড়ি তৈরির চেষ্টা করছিলেন বেশ কিছু নেতা। পুলিসকে জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় মঙ্গলবার নির্মীয়মাণ ওই বাড়ির সামনে প্রথমে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকার আদিবাসী সম্প্রদায়ের মহিলারা। তারপর তাঁরা বাড়িটি ভাঙার চেষ্টা করেন। ঘটনাটি ন্যাজাট থানার কানমারির ঘাসিপাড়া এলাকার।
ওই মহিলাদের অভিযোগ, স্থানীয় সুকুমার বাড়ুই, মৃত্যুঞ্জয় বাড়ুই সহ বেশ কিছু তৃণমূল নেতা দলের উঁচুস্তরের নেতাদের মদতে অবৈধভাবে খাল দখল করেছেন। এরপর এলাকাবাসীদের রীতিমতো হুমকি দিয়ে জোর করে সেই খাল মাটি ফেলে ভরাটও করেছেন। এমনকী সেখানে অবৈধভাবে বাড়ি তৈরির চেষ্টাও করছেন তারা। তারই প্রতিবাদ জানান ওই মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ন্যাজাট থানার পুলিস। তারা নিরপেক্ষ তদন্ত করার আশ্বাস দেয়। এরপরই বিক্ষোভকারীরা ফিরে যান।-নিজস্ব চিত্র