ব্যস্ত রাস্তা পেরতে ভয়, গাড়ি থামিয়ে হনুমানকে পথ করে দিল ট্রাফিক পুলিস
বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার ভরদুপুর। হাবড়া শহরে যশোর রোডে তখন লাইন দিয়ে গাড়ি চলাচল করছে। চরম ব্যস্ততা। এদিকে রাস্তার উত্তর দিকে লেজ উঁচিয়ে দাঁড়িয়ে পূর্ণবয়স্ক একটি হনুমান। মাঝেমধ্যে রাস্তার দিকে হেঁটে যাচ্ছে। যশোর রোড পার হওয়ার চেষ্টা করছে। কিন্তু দ্রুত গতিতে গাড়ি চলাচল করছে বলে রাস্তা পেরতে সাহস পাচ্ছে না। তবে হনুমানটি শান্তই থেকেছে। লাফঝাঁপ করেনি। তাকে দেখে যশোর রোডে ছোটখাট ভিড় জমে গিয়েছে। এরকম একটি বিরল ঘটনা ঘটছে বলে মোবাইলে ভিডিও তুলে রাখছেন অনেকে। তবে হনুমানটির মুশকিল আসান হলেন হাবড়া ট্রাফিক পুলিসের এক কর্মী। হাতে থাকা সিগন্যাল ব্যাটন তুলে গাড়ি থামানোর নির্দেশ দিলেন তিনি। দু’দিক দিয়ে আসা গাড়ি চালকরা দাঁড়িয়ে পড়লেন। পারাপারের রাস্তা তৈরি হল। হনুমানটিকে ইশারায় কিছু বলতেও হল না। রাস্তার ফাঁকা জায়গায় নেমে নির্ভয়ে যশোর রোড পার হয়ে গেল। একটি দোকানের ছাদে ঝাঁপ দিয়ে উঠে বসে থাকল কয়েক সেকেন্ড। তারপর এক লাফে উঠে পড়ল একটি গাছে।
ব্যস্ত সময় ট্রাফিক পুলিস সাধারণত বয়স্ক-প্রতিবন্ধী মানুষকে রাস্তা পেরতে সাহ্যয্য করে। কিন্তু পুলিস গাড়ি দাঁড় করিয়ে হনুমানকে রাস্তা করে দিচ্ছে এমন দৃশ্য চোখে পড়ে না। মঙ্গলবার এমনই ঘটনা দেখে থমকে দাঁড়িয়ে সে দৃশ্য মোবাইলে বন্দি করলেন হাবড়ার বাসিন্দারা। সোশ্যাল মিডিয়াতে সে ছবিগুলি এখন ভাইরাল। হাবড়া শহরের উপর দিয়েই গিয়েছে যশোর রোড। এ শহরের উপর দিয়ে বনগাঁ সহ ভারত, বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে যাওয়া যায়। হাবড়া এক নম্বর রেলগেট থেকে চোংদা মোড় পর্যন্ত যশোর রোড সারাদিনই ব্যস্ত থাকে।