• দেড় লক্ষ টাকার গয়না চুরি করে বিক্রি
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মালকিনের গয়না চুরি করে বিক্রির অভিযোগ উঠল পরিচারিকার বিরুদ্ধে। হরিদেবপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই পরিচারিকাকে গ্রেপ্তার করেছে পুলিস। অভিযুক্তের নাম দুর্গা কর্মকার। ওই গয়না যে দোকানে বিক্রি করা হয়েছিল, সেই ব্যবসায়ীকেও পাকড়াও করেছেন তদন্তকারীরা। পুলিস সূত্রে খবর, ৮ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে। মহিলার অভিযোগ, তাঁর একটি সোনার নেকলেস, কানের দুল সহ মোট দেড় লক্ষ টাকার সোনার গয়না চুরি যায়। হরিদেবপুর থানার দ্বারস্থ হন গৃহকর্ত্রী। তিনি পুলিসকে জানান, ঘটনার পর থেকেই বেপাত্তা বাড়ির পরিচারিকা। দুর্গার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মালকিন। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা যায়, ওই পরিচারিকা হরিদেবপুর থেকে অটো ধরে মহানায়ক উত্তমকুমার মেট্রো (টালিগঞ্জ) স্টেশনে পৌঁছয়। এরপর মহিলার মোবাইল ফোনের অবস্থান ট্র্যাক করে জানা যায়, দমদম হয়ে ইছাপুরের বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে লুকিয়ে ছিল দুর্গা। তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে দু’দিন দুর্গার মোবাইল লোকেশন ইছাপুরের একটি সোনার দোকানে পাওয়া যায়। সেখানে হানা দেন তদন্তকারীরা। ওই দোকান ও তার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন উর্দিধারীরা। দেখা যায়, ওই দোকানে সোনার অলঙ্কার বিক্রি করতে এসেছিল অভিযুক্ত। স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার থেকে উদ্ধার হয় ১৭.৬১৫ গ্রাম সোনা। ব্যবসায়ীর দাবি, ওই অলঙ্কার গলিয়ে ফেলা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পরিচারিকার হদিশ পাওয়া যায়। ইছাপুরের একটি ভাড়া বাড়িতে হানা দিয়ে দুর্গাকে গ্রেপ্তার করা হয়।
  • Link to this news (বর্তমান)