পরপর ভ্যান, সাইকেল, বাইকে ধাক্কা, বাস পিষে দিল দু’জনকে
বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: মিনাখাঁ, দেগঙ্গা ও দত্তপুকুরে পৃথক পথ দুর্ঘটনায় মৃত পাঁচজন। আহত হয়েছেন ১০ জন। এর মধ্যে বাসন্তী হাইওয়ের মিনাখাঁর মালঞ্চ নেপাল মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন ১০ জন। এদিন ধামাখালি থেকে বারাসতগামী ডিএন ১৬/১ রুটের একটি বাস দ্রুতগতিতে আসছিল। নেপাল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ব্যাটারিচালিত ভ্যান, সাইকেল ও মোটরবাইকে ধাক্কা দেয় সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর এলাকার বাসিন্দারা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, জনবহুল এই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিস বা সিভিক ভলান্টিয়ার দেওয়া হোক। এলাকায় বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে।
এছাড়া দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের কলাপোল এলাকার জিয়ারুল মল্লিক (৫২) মঙ্গলবার সকালে বাড়ি থেকে সাইকেল করে পেয়ারা বিক্রি করতে যাচ্ছিলেন বেড়াচাঁপার হাটে। পৃথীবা রোড ধরে যাওয়ার সময় পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয় তাঁর সাইকেলে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় দেগঙ্গা গ্রামীণ হাসপতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনার পরই গাড়িটি নিয়ে পালিয়ে যাওযার চেষ্টা করেন চালক। স্থানীয়রা ধাওয়া করে জীবনপুর এলাকা থেকে ওই ট্রাকটিকে আটকায়। পুলিস গাড়িটিকে আটকের পাশাপাশি চালককে গ্রেপ্তার করে।
এদিকে, সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ দেগঙ্গার গিলেবেরিয়া মোড়ের কাছে টাকি রোডে একটি চারচাকার গাড়ির সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে বাইক আরোহী যুবকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম রফিকুল আলি (২১)। তাঁর বাড়ি দেগঙ্গার খড়ুয়া চাঁদপুর এলাকায়। বাইকে করেই বাড়ি ফিরছিলেন রফিকুল আলি ও তাঁর বন্ধু অভিজিৎ সিংহ। বাইক চালাচ্ছিলেন অভিজিৎ। তখন বারাসত থেকে বেড়াচাঁপার দিকে আসা একটি চারচাকার গাড়ি গিলেবেড়িয়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিতে ধাক্কা দেয়। দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। কিন্তু রফিকুলের দেহ চার চাকার গাড়ির সঙ্গে আটকে যায়। এই অবস্থায় গাড়িটি কিছুটা টেনে নিয়ে যায় তাঁকে। বাইক চালক অভিজিৎকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, সোমবার রাত ১১টা নাগাদ দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে একটি গাড়ির চালক সুমন মণ্ডলের (৩১)। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার টাকি রোডের ধর্মতলা এলাকায়। মৃতের বাড়ি কদম্বগাছির স্টেশন সংলগ্ন এলাকায়। এদিন রাতে একটি চারচাকার গাড়ি চালিয়ে টাকি রোড ধরে বাড়ি ফিরছিলেন সুমন। টাকি রোডের ধর্মতলা থেকে ডানদিকে ঘোরার সময়ে বারাসতগামী আর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমনের।