• প্রোমোটারের থেকে ফিরিয়ে নতুনভাবে ভিত পুজো মন্দিরের
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
  • বিমল বন্দ্যোপাধ্যায়, বজবজ: প্রোমোটার হাতে চলে গিয়েছিল বজবজ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দেড়শো বছরের পাল পরিবারের জাগ্রত সিংহবাহিনী পুজোর মন্দির সহ দালান বাড়ি। স্থানীয়দের দাবি, দেবোত্তর সম্পত্তি হলেও গোপনে হাতবদল হয়ে যাওয়ার জন্য এক যুগ ধরে পুজো বন্ধ ছিল। ওই বাড়ির ঠাকুর মন্দির ভেঙে ফেলে প্রোমোটার ফ্ল্যাট করার পরিকল্পনা করেন। স্থানীয়দের দাবি, তারপর নানা অঘটন শুরু হয়। জমি বেহাত হওয়ার কথা জানাজানি হতেই সক্রিয় হয়েছেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আইনজীবী কৌশিক রায়। অনেকে কাউন্সিলারের সঙ্গে দেখা করে ফের নতুনভাবে মায়ের পুজো চালুর অনুরোধ করেন। তার ভিত্তিতেই কৌশিকবাবু সকলকে নিয়ে কমিটি করেন। আজ, বুধবার ওই বাড়ির মন্দির প্রাঙ্গণে নতুনভাবে সিংহবাহিনী মা দুর্গা মন্দিরের ভিত পুজোর আয়োজন হচ্ছে। ফের শুরু হতে চলেছে দেড়শো বছরের প্রাচীন এই পুজো। কৌশিকবাবু বলেন, এটা ছিল পালবাড়ির পুজো। এখন তাঁদের একজন মেয়ে আছেন। তাঁর বিয়ে হয়ে গিয়েছে। এটা দেবোত্তর সম্পত্তি। যাইহোক এক প্রোমোটার গোপনে এটি কিনেছিলেন। আইন মেনে সকলের সঙ্গে এবং পাল পরিবারের এক মহিলা সদস্য তার সঙ্গে কথা বলে এই পুজো শুরুর সিদ্ধান্ত হয়েছে। একচালার ভিতর এই প্রতিমা অভিনব। এখানে সিংহ নেই। শিব এর বাম কোলে মা দুর্গা বসে আছেন। এমন মূর্তি সচরাচর দেখা যায় না।
  • Link to this news (বর্তমান)