স্ত্রী-দুই সন্তানকে খুনের চেষ্টা, যুবকের দশ বছরের কারাদণ্ড
বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পারিবারিক বিবাদের জেরে স্ত্রী ও দুই সন্তানকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল এক যুবক। ২০২৩ সালের সেই মামলায় অভিযুক্ত সন্দীপ পাশিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিল চুঁচুড়া আদালত। মঙ্গলবার চুঁচুড়ার প্রথম ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক ওই সাজা ঘোষণা করেছেন। মামলার সরকারি আইনজীবী অমিয় সিংহরায় বলেন, পণের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার করত সন্দীপ পাশি। ঘটনার দিন সে স্ত্রী ও দুই সন্তানকে খুনের চেষ্টা করে। এমনকী সেদিন সন্দীপ তার শাশুড়িকেও জখম করেছিল। ওই মামলাতেই সন্দীপকে পুলিস গ্রেপ্তার করে। পুলিস খুব ভালো তদন্ত করে যাবতীয় তথ্যপ্রমাণ পেশ করেছে। তাতেই বিচার প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে। জানা গিয়েছে, ২০১৮ সালে বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুটমিল এলাকার বাসিন্দা সন্দীপ পাশির সঙ্গে স্থানীয় বাসিন্দা জ্যোতি রাজভরের বিয়ে হয়েছিল। দু’জনের দু’টি পুত্রসন্তানও হয়। অভিযোগ, মাঝেমাঝেই পণের দাবিতে স্ত্রীর উপরে অত্যাচার করত ওই যুবক। এরপর ২০২৩ সালের ১৯ মে সে স্ত্রী ও দুই পুত্রকে খুনের চেষ্টা করে। এদিন সেই মামলার রায় হয়েছে।