• হাওড়ায় জাতীয় সড়কে বাসের ধাক্কায় জখম ৬, বিক্ষোভ স্থানীয়দের
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: একটি বেসরকারি বাস ট্রাফিক সিগন্যাল ভেঙে এগিয়ে এসে ধাক্কা মারলে ছ’জন পথচারী জখম হয়েছেন। মঙ্গলবার সাতসকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে রানিহাটি মোড়ের কাছে খাঁপাড়া এলাকায়। আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ ঝিখিরা থেকে হাওড়াগামী যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে আসছিল। সেই সময় রানিহাটি মোড়ের কাছে খাঁপাড়া ক্রসিংয়ে রাস্তা পারাপার করছিলেন লোকজন। ট্রাফিক সিগন্যাল লাল থাকলেও বাসটি না থেমে আচমকা মোড়ের মাঝামাঝি চলে আসে। এরপর দু’টি বাইক ও একটি সাইকেলকে ধাক্কা মারে বাসটি। বাসের ধাক্কায় মোট ৬ জন জখম হন। সবাইকেই পাঁচলার গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তিনজনকে। তবে এক মহিলা সহ বাকি তিনজনকে ভর্তি করতে হয়েছে। পরে অবস্থার অবনতি হওয়ায় আহতদের মধ্যে একজনকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। বাসে থাকা যাত্রীদের নীচে নামিয়ে আনে পুলিস। ঘাতক বাস সহ চালককে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে হাওড়াগামী লেনে যানজট হয়। পরে পুলিস বিক্ষোভকারীদের সরালে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, জাতীয় সড়ক পারাপার করার জন্য কান্দুয়া খাঁপাড়া এলাকায় ট্রাফিক সিগন্যাল রয়েছে। অথচ বেশিরভাগ সময় কোনও গাড়ি সেই সিগন্যাল মানতে চায় না। এমনকী, পুলিস থাকলেও সিগন্যালের তোয়াক্কা করে না কেউ। স্থানীয় বাসিন্দা আমিরুল শেখ বলেন, ‘বাসটি দ্রুতগতিতে থাকলে প্রচুর প্রাণহানি হতে পারত। যে কোনও দিন বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এখানে। অনেক সময় ট্রাফিক সিগন্যালে কোনও পুলিসকে দেখতে পাওয়া যায় না।’
  • Link to this news (বর্তমান)