• দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে জঙ্গি হানার সতর্কতা জারি করল আইবি
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মীয় অনুষ্ঠান, উপাসনাস্থলের পাশাপাশি রাজ্যের উপকূল ও সীমান্তবর্তী এলাকায় আগামী কয়েকদিনে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঠিক ২৪ ঘণ্টা আগে রাজ্যের সমস্ত পুলিস কমিশনার, জেলার এসপি, এসটিএফ এবং সিআইডি কর্তাদের সতর্ক করল রা‌জ্য গোয়েন্দা দপ্তর (আইবি)। অতিসম্প্রতি মাল্টি এজেন্সি সেন্টার (ম্যাক) এবং সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার (এসম্যাক) থেকে পাঠানো গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার এই সতর্কবার্তা জারি করেছে আইবি।

    আজ দুপুরে রাজ্যের সৈকত-শহর দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা। এই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রিসভার অন্য গুরুত্বপূর্ণ সদস্যদের পাশাপাশি রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা এই মহূর্তে দীঘাতেই রয়েছেন। ঠিক এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পাঠানো তথ্যের ভিত্তিতে এরাজ্যে জঙ্গি হামলার সতর্কবার্তায় কার্যত চাপ বেড়েছে রাজ্য পুলিস-প্রশাসনের। 

    মঙ্গলবার দুপুরে রাজ্য আইবির পাঠানো ওই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘পাক গোয়েন্দা সংস্থা আইএসআই দীর্ঘদিন ধরেই ভারতে জঙ্গি হামলা চালাতে মরিয়া। এবার জঙ্গিদের নিশানায় রয়েছেন এরাজ্যের নামী রাজনীতিবিদের পাশাপাশি বিখ্যাত ধর্মগুরু এবং অন্য আধ্যাত্মিক ব্যক্তিরা।’ উল্লেখ্য, জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ্যে রাজীনীতিকদের পাশাপাশি দীঘায় রয়েছেন রাজ্য সরকার আমন্ত্রিত অনেক খ্যাতনামা ধর্মীয় ব্যক্তিত্বও। স্বাভাবতই এতে ঘুম ছুটেছে এরাজ্যের গোয়েন্দাদের। 

    এই সতর্কবার্তায় দাবি করা হয়েছে, জঙ্গিরা হামলা চালাতে পারে মন্দির-মসজিদের মতো উপাসনাস্থলে। প্রচুর জনসমাগম হয় এমন স্থানের পাশাপাশি রেল, সেনা এবং পুলিসের মতো সুরক্ষা বাহিনীও তাদের টার্গেট। ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার উল্লেখসহ আইবির সতর্কবার্তায় আরও বলা হয়েছে, আগামী কয়েকটি দিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। বিশেষ করে, রাজ্যের নামী ধর্মীয় উপাসনাস্থলগুলি, উপকূলের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায়ও বাড়তি নজরদারি চালাতে হবে। 

    অন্যদিকে, লালবাজারের এক  সূত্র জানাচ্ছে,  সোমবার বিকেলে পুলিস কমিশনার মনোজ ভার্মা লালবাজারে ডিসিদের সঙ্গে এক ঘরোয়া বৈঠক করেন। সেখানে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ্যে শহরের সব থানার ওসিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সূত্রের দাবি, মঙ্গলবার রাত থেকে বুধবার দিনভর রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের কার্যকলাপের প্রতি সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ রয়েছে। পাশাপাশি বলা হয়েছে থানাগুলিকে বাড়তি নজরদারি চালাতে হবে কলকাতা শহরের বড় মন্দির-মসজিদের মতো ধর্মস্থানগুলির উপর।  
  • Link to this news (বর্তমান)