জি ২৪ ঘণ্টা ডিডিটাল ব্যুরো: শহরে ফের বিধ্বংসী আগুন। এবার বড়বাজারে মেছুয়ায় 'ঋতুরাজ' হোটেলে। প্রাণে বাঁচতে ওপর থেকে ঝাঁপ দিয়ে প্রাণ গেল একজনে। এখনও পর্যন্ত আহত ৩। ঘটনাস্থলে দমকলে ১০ ইঞ্জিন।
পুলিস সূত্রে খবর, ঘড়িতে তখন ৮টা। আজ, মঙ্গলবার সন্ধ্যায় আগুন লেগে যায় মেছুয়া এলাকা মদন মোহন বর্মন স্ট্রিটে 'ঋতুরাজ' হোটেলে ৬ তলায়। চোখের নিমেষে ছড়িয়ে পড়ে আগুনে লেলিহান শিখা। কালো ধোঁয়া ঢেকে যায় চারপাশ। আগুনের গ্রাসে চলে যায় গোটা হোটেলটিই।
এদিকে হোটেলে তখন ছিলেন বেশ কয়েকজন। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি করতে শুরু করেন তাঁরা। ভয়ে কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে কার্নিশে এসে দাঁড়ান অনেকেই। তাঁদের মধ্যে মনোজ পাসোয়ান নামে একজন নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত হাসপাতালে ভর্তি ৩ জন। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন ২ জন। আরেক জনের চোট লেগেছে পায়ে।
সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী রাস্তা এই মদন মোহন বর্মন স্ট্রিট। এলাকাটি বেশ ঘিঞ্জি। 'ঋতুরাজ' হোটেলে পাশেই প্রচুর দোকান ও বাড়ি। ফলে আগুন ছড়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র ফিরহাদ হাকিম।