• যোগ্য-অযোগ্য বিতর্কের মাঝেই বিক্ষোভে পলিটেকনিকের শিক্ষক-কর্মীরাও
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৫
  • এই সময়, রাজারহাট: স্কুলে–স্কুলে যোগ্য-অযোগ্য শিক্ষক–শিক্ষিকা নিয়ে বিতর্কের মধ্যেই এ বার বেসিক পেমেন্টের দাবি, ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা এবং বাড়ির কাছাকাছি বদলির দাবিতে রাজারহাট নিউ টাউনের কারিগরি ভবনের সামনে বিক্ষোভ দেখালেন রাজ্যের বিভিন্ন পলিটেকনিক কলেজে কর্মরত তিনশোর বেশি চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী।

    মূলত চারটি ক্যাটিগরির শিক্ষক ও কর্মীরা বঞ্চনার প্রতিবাদে সরব হন। দীর্ঘক্ষণ অবস্থান–বিক্ষোভের পর তাঁরা নিজেদের দাবিদাওয়া সংক্রান্ত ডেপুটেশন জমা দেন কারিগরি শিক্ষা অধিকর্তার কাছে।

    রাজ্য পলিটেকনিক কলেজ চুক্তিভিত্তিক কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী বলেন, ‘২০১৫-১৬ এবং ২০১৮ সালে আমাদের নিযুক্ত করা হয়েছিল। প্রথমে বেসিক পেমেন্ট দিয়ে কর্মজীবন শুরু হয়েছিল। কিন্তু বর্তমানে ন্যূনতম একটি ইনক্রিমেন্ট দেওয়ার পরেই বেসিক পেমেন্ট বন্ধ করে দেওয়া হয়।

    আমাদের দাবি—বেসিক পেমেন্ট ফের চালু করতে হবে। রাজ্য সরকার ২০১৯ সালে সব দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্যে যে ন্যূনতম বেতন নির্ধারণ করেছে, সেই অনুযায়ী বেতন দিতে হবে। অনেকেই বাড়ি থেকে ৭০০-৮০০ কিলোমিটার দূরে চাকরি করেন। তাঁদের বাড়ির কাছাকাছি ট্রান্সফার করতে হবে।’

  • Link to this news (এই সময়)