• ট্যুর বদল, কাশ্মীরের বিকল্প পছন্দ হিমাচল-উত্তরাখণ্ড
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৫
  • এই সময়: একটু অদলবদল করে নেওয়া। ব্যস, ও টুকুই। ‘বাতিল কেন করবেন, শুধু অভিমুখটা একটু পাল্টে ফেলুন’— ভ্রমণপিপাসুদের অনেককে এমনটাই পরামর্শ দিতে শুরু করেছেন পর্যটন ব্যবসায়ীরা। পহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর জঙ্গি হামলার পর পেরিয়ে গিয়েছে একটা গোটা সপ্তাহ। নারকীয় ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে শুধু বাংলারই অন্তত ১৫ হাজার পর্যটক কাশ্মীরের বুকিং বাতিল করেন।

    এপ্রিল ও মে–র ভরা মরশুমে এমন ভাবে বিপুল সংখ্যায় পর্যটকদের বুকিং বাতিল হওয়ায় মাথায় হাত পড়েছিল পর্যটন ব্যবসায়ীদের। আবার বেড়ানোর সব ব্যবস্থা পাকা হয়ে যাওয়ার পরেও সমস্ত প্ল্যান–প্রোগ্রামে জল ঢেলে পড়ায় মনমরা ছিলেন পর্যটকরাও।

    তবে ঘটনার এক সপ্তাহের মাথায় আতঙ্ক–শোক–বিহ্বলতার প্রাথমিক ধাক্কা কাটিয়ে এ বার কাশ্মীরের ‘বিকল্প’ খোঁজার পর্ব শুরু হয়েছে। পুরোনো ট্যুর প্ল্যান খুব বেশি পরিবর্তন না–করে কাশ্মীরের পরিবর্তে পর্যটকদের লেহ–লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড বেড়িয়ে আসার পরামর্শ দিতে শুরু করেছেন পর্যটন ব্যবসায়ীরা।

    ‘নৈসর্গিক সৌন্দর্যের কথা ভাবলে কাশ্মীরের সব চেয়ে ভালো বিকল্প হতে পারে হিমাচল প্রদেশ। তা ছাড়া উত্তরাখণ্ড তো আছেই, সেই সঙ্গে আছে লেহ ও লাদাখের রুক্ষ পার্বত্য সৌন্দর্যও। তাই, আমরা প্রধানত এই জায়গাগুলোতেই যাওয়ার কথা পর্যটকদের বলছি। কিছু কিছু কাজও হচ্ছে’, বলছেন পর্যটন ব্যবসায়ী সুনীল মজুমদার।

    পর্যটন ব্যবসায়ীদের একটি সংগঠন, ‘অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজ়ম সার্ভিস প্রোভাইডার্স অফ বেঙ্গল’–এর সাধারণ সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের বক্তব্য, ‘কাশ্মীরে বেড়াতে যাওয়ার জন্য পর্যটকদের ৯০ শতাংশই প্লেনে দিল্লি বা চণ্ডীগড় পর্যন্ত চলে যান। তার পর সেখান থেকে তাঁরা কাশ্মীরের দিকে রওনা হন। আবার হিমাচল প্রদেশ, লেহ–লাদাখ এবং উত্তরাখণ্ড যাওয়ার পরিকল্পনা থাকলেও সেই দিল্লি বা চণ্ডীগড় পর্যন্ত যেতেই হবে। তাই, আমরা পরামর্শ দিচ্ছি, প্লেনের টিকিট বাতিল না–করে দিল্লি বা চণ্ডীগড় গিয়ে সেখান থেকে কাশ্মীরের পরিবর্তে ও সব দিকে এগিয়ে পড়ুন।’

    পর্যটন ব্যবসায়ীদের বক্তব্য, হিমাচল প্রদেশের শিমলা, মানালি, কাসোল, চাম্বা, পার্বতী ভ্যালি, ডালহৌসি, ধরমশালার মতো জায়গার সৌন্দর্য কাশ্মীরের সঙ্গে টক্কর নিতে পারে। আবার ‘দেবভূমি’ উত্তরাখণ্ডের নৈনিতাল ও কুমায়ুনের বিভিন্ন লেক, মুসৌরি, করবেট ন্যাশনাল পার্ক এবং আউলি ও মুন্সিয়ারির মতো হিল স্টেশনগুলো আক্ষরিক অর্থেই যেন ‘এ বলে আমায় দেখ, ও বলে আমায়’।

  • Link to this news (এই সময়)