• বড়বাজারের অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ, আর্থিক সাহায্যের ঘোষণা মোদীর
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৫
  • বড়বাজারের মেছুয়া এলাকার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে এক্স হ্যান্ডলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

    মোদী এক্স হ্যান্ডলে লেখেন, ‘কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন।’ মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়া, আহতদের মাথাপিছু ৫০,০০০ টাকা দেওয়া হবে।

    জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন মোট ১১ জন পুরুষ, এক মহিলা এবং দুই শিশু। ১৪ জনের মধ্যে ৮ জনের দেহ এখনও পর্যন্ত শনাক্ত করা হয়েছে। অধিকাংশ তামিলনাড়ু, বিহার, উত্তরপ্রদেশ-এর বাসিন্দা বলে খবর। বাকিদের শনাক্ত করার কাজ চলছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আহতের সংখ্য়া ১৩। আহতদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন।

    মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মধ্য কলকাতার মেছুয়ার ফলপট্টির সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী রাস্তার ধারে ওই হোটেলে আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও উদ্ধারকাজ চলছে। বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মত্যু হয়েছে বলে খবর। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে এই ঘটনায় সিট গঠন করা হয়েছে।

  • Link to this news (এই সময়)