• কাজ করেনি অগ্নিনির্বাপণ ব্যবস্থা? ১৪ মৃত্যুর দায় কার? মেছুয়া বাজারের অগ্নিকাণ্ডের তদন্তে SIT গঠন
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৫
  • কলকাতার বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড। স্টিফেন কোর্ট, আমরির সেই ভয়াবহ স্মৃতি ফিরল মেছুয়া বাজারে। মঙ্গলবার রাতে শহরের এই জনবহুল এলাকা ধোঁয়ায় ঢাকে। ভয়াবহ আগুনে রীতিমতো গ্যাস চেম্বারে পরিণত হয় শহরের একটি হোটেল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে ১৪ জনের। পলাতক হোটেলের মালিক।

    মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মেছুয়ার ফল বাজার সংলগ্ন একটি হোটেলে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে আতঙ্কে ছাদে উঠে যান। অভিযোগ, হোটেল থেকে নীচে নামার একটি মাত্র সিঁড়ি ছিল। এমনকী, হোটেলে থাকা আগুন নেভানোর যন্ত্রপাতিও ঠিকমতো কাজ না করার অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। একাধিক জনকে হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে নামানো হয়।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার পুলিশ কমিশনার বলেন, ‘এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হবে।’ ফিরহাদ হাকিম বলেন, ‘কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। এফআইআর হবে। তদন্ত হবে।’

    বুধবার হোটেলটিতে যাওয়ার কথা ফরেন্সিক টিমের। জানা গিয়েছে, এই হোটেলটিতে ৪২টি ঘর রয়েছে। তাতে সর্বোচ্চ ৮৮ জন আবাসিক থাকতে পারেন। হোটেলটির একটি অংশে নতুন নির্মাণকাজ হচ্ছিল। স্থানীয়দের দাবি, ওই জায়গায় পানশালা তৈরি হচ্ছিল। সেখান থেকেই কোনও ভাবে আগুন ছড়িয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    এ দিকে এই ঘটনার পর থেকেই পলাতক হোটেলের মালিক। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, তিন ভাই মিলে হোটেলটি চালাতেন। তাঁদের বাড়ি হাওড়ায়।

  • Link to this news (এই সময়)