• মাহেন্দ্রক্ষণের অপেক্ষা! ভোর থেকে শুরু মাঙ্গলিক অনুষ্ঠান, ৫৬ ভোগের প্রস্তুতি জগন্নাথ মন্দিরে
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৫
  • অক্ষয় তৃতীয়ায় মাহেন্দ্রক্ষণের অপেক্ষা! আর কয়েকঘণ্টা পরেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সকাল থেকেই। মাঙ্গলিক অনুষ্ঠান, পূজা-পাঠ, ভোগ রান্নার আয়োজন শুরু হয়েছে ভোর থেকেই। উৎসুক পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে মন্দির চত্বরে। আজ, বুধবার মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথিরা।

    মঙ্গলে মহাযজ্ঞের মধ্য দিয়ে মাঙ্গলিক আচার অনুষ্ঠান শুরু করা হয়। বুধবার, অক্ষয় তৃতীয়ায় সকালে ভোগ নিবেদন ও বাকি মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তির পর্দা উন্মোচন ঘটবে আজই। গর্ভগৃহের দরজা খোলা হবে দর্শনের জন্য।

    ইস্কনের কলকাতা শাখার সহ সভাপতি রাধারামন দাস জানান, নিয়ম অনুসারে এ দিন দুপুরে ৫৬ ভোগ নিবেদন করা হবে। সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ভোগ নিবেদন করা হবে। ৫৬ রকমের ভোগ-এ থাকছে ২০ ধরনের মিষ্টি, ১৬ রকমের নোনতা খাবার এবং ২০ রকমের শুকনো ফল। রয়েছে ঘোল, ক্ষীর, বাদাম দুধ, টিক্কি, কাজু, আমন্ড, পেস্তা, রসগোল্লা, জিলিপি, লাড্ডু, রাবড়ি, মাঠরি, মালপোয়া, মোহনভোগ, চাটনি, মুগ ডালের পুডিং, পিঠে, খিচুড়ি, বেগুনের তরকারি।

    এছাড়া সবজির পুর দেওয়া কচুরি, সবুজ তরকারি, দই, ভাত, ডাল, ঘেভর, পাপড় দেওয়া হবে। প্রভুর কাছে ভোগ নিবেদনের পর ভক্তদের হাতে সেই প্রসাদ তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।’ ভোগ রান্নার জন্য মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ১০০ জন যুক্ত রয়েছে। রাত থেকেই ভোগের প্রস্তুতি শুরু হয়। সুন্দরভাবে সাজিয়ে ঢাক ঢোল, ঘণ্টা-কাসর বাজিয়ে ভোগ নিবেদন করা হবে।

  • Link to this news (এই সময়)