বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের...
আজকাল | ৩০ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনার পরিবেশে পাকিস্তানি ও বাংলাদেশিদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে বাংলাদেশি সন্দেহে শনিবার ভোরে বাংলার ৩ যুবক আটক হয় গুজরাট পুলিশের হাতে।
ধৃত ২ যুবকের বাড়ি বীরভূমে ও ১ যুবকের বাড়ি পূর্ব বর্ধমান। বীরভূম জেলার লাভপুর থানার কুসুমগড়ীয়া গ্রামের দুই যুবকের নাম সুলতান মল্লিক ও শেখ আতাউর রহমান। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার খরদত্তপাড়ার আরেক যুবকের নাম কামারুজামান মল্লিক। এরা ৩ জনে সম্পর্কে মামা ভাগ্নে।
স্থানীয় ও পরিবার সূত্রে খবর, সুলতান মল্লিক ও শেখ আতাউর দীর্ঘ ৮ বছর ধরে গুজরাটের সুরাটের রামনগরে কাপড়ের কারখানায় কাজ করে আসছিলেন। বর্ধমান জেলার কামারুজামান মল্লিক গত ১ বছর ধরে কাজ করছে। ফলে দীর্ঘদিন ধরে সেখানেই তারা পেশা সূত্রে রয়েছেন।
শনিবার ভোর রাতে গুজরাট পুলিশ গিয়ে তাদের ঘর থেকে ৩ জনকে আটক করে নিয়ে যায়। গত ৪ দিন ধরে আটক থাকার পরেও গুজরাট পুলিশ থেকে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের।
সমস্ত তথ্য গুজরাট পুলিশের কাছে পাঠানো হয়েছে পরিবারের তরফে বলে জানা গিয়েছে। শেষে ‘দিদিকে বলো’-তে ফোন করে অভিযোগ জানিয়েছেন এই শ্রমিকের পরিবার। ৪ দিন থেকে কোনও খোঁজ খবর না পাওয়ার ফলে চিন্তায় ভেঙে পড়েছে শ্রমিকের পরিবারগুলি। প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেছে এই পরিবারগুলি।