• কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী...
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক : কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন। প্রাণ বাঁচাতে কার্নিশ থেকে একজনের ঝাঁপ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই ব্যক্তির।  মৃতের নাম মনোজ পাসওয়ান। বয়স ৪০ বছর। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

    এই ঘটনার পরই গোটা বিষয়টি নিয়ে দিঘা থেকে ফোনে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ফোন করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। নিরাপদে যাতে সকলকে বের করা হয় সেবিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি।  পাশাপাশি আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন তিনি।

    অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত আহত বেশ কয়েকজন। ঘটনাস্থলে ১৩ টি ইঞ্জিন বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। স্থানীয় সূত্রে খবর, একটি হোটেল থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়েছে। 

    ওই হোটেলে থাকা বিভিন্ন কর্মীদের এবং পাশাপাশি বিল্ডিংয়ে থাকা বিভিন্ন মানুষেরা ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। তবে পুলিশের কথা শুনে তারা সেই কাজ থেকে বিরত থাকেন। হোটেলে কয়েকজনের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায়।

    যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমও। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পাশাপাশি আটকে থাকা সকলকে উদ্ধারের চেষ্টা চলাচ্ছেন কর্মীরা। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় ইঞ্জিনের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

    গ্রিল কেটে আটকে থাকা আবাসিকদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। ল্যাডারের সাহায্যে আটকে থাকা আবাসিকদের উদ্ধার কাজ চলছে। এলাকায় রয়েছে ফল বাজার। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন যদি অন্যত্র ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। এদিকে এলাকা খালি করার জন্য মাইকিং শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)