বিয়ের বছর পেরনোর আগেই বধূর রহস্যমৃত্যু, পণের দাবিতে খুন?
প্রতিদিন | ৩০ এপ্রিল ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের এক বছর পেরনোর আগেই মর্মান্তিক পরিণতি বধূর। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র কের প্রবল শোরগেল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। অভিযোগ, পণের দাবিতে খুন করা হয়েছে বধূকে। মৃতার শ্বশুরবাড়ির সদস্যদের শাস্তির দাবিতে সরব বাপের বাড়ির সদস্যরা।
জানা গিয়েছে, মৃতার নাম ফতেমা খাতুন। তাঁর বয়স ২০ বছর। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ইসলামপুরের বাসিন্দা তিনি। মৃতার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই পণের টাকার জন্য নাকি অত্যাচার চলত ফতেমার উপর। একাধিকবার বাপের বাড়িতে বিষয়টা জানিয়েছেন বধূ। পরিবারের সদস্যরা কথাও বলেছেন। কিন্তু লাভ হয়নি। অত্যাচার সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে বলেই অভিযোগ।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে ফতেমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে তাঁর মৃত্যুর খবর পাঠানো হয়। জানানো হয়, বধূ আত্মঘাতী হয়েছেন। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । মৃতার বাপের বাড়ির অভিযোগ, আত্মহত্যা নয়। ফতেমাকে খুন করা হয়েছে। তারপর প্রমাণ লোপাটে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ পরিবারের। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব মৃতার বাপের বাড়ির সদস্যরা।