ঢিমেতালে সেতুর স্তম্ভ তৈরির কাজ, ডানলপের যানজট কাটবে কবে
আনন্দবাজার | ৩০ এপ্রিল ২০২৫
ডানলপ মোড়ের যানজট কমানোর জন্য তৈরি হয়েছিল উড়ালপুল। কিন্তু ছ’বছরের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় ‘রোগ’ ধরা পড়লে বন্ধ হয় সেখান দিয়ে ভারী যান চলাচল। শহিদ ভগৎ সিংহ সেতু (ডানলপ রাইট টার্ন ফ্লাইওভার)-র অর্ধচন্দ্রাকৃতি অংশ জোরদার করতে শুরু হয় নতুন স্তম্ভ তৈরির কাজ। যদিও তা এখনও পুরোপুরি শেষ না হওয়ায় যানজট কাটছে না ডানলপ মোড়ে। স্থানীয় বাসিন্দা থেকে গাড়িচালকদের প্রশ্ন, তিনটি স্তম্ভ তৈরি করতে ছ’বছর লেগেছে। সেখানে মাস দেড়েক আগে শুরু হওয়া অন্য তিনটি স্তম্ভের কাজ কি আদৌ এক মাসের মধ্যে শেষ হবে?
যদিও মঙ্গলবার পূর্ত দফতর সূত্রে দাবি করা হয়েছে, আগামী ৩১ মে-র মধ্যে কাজ শেষ হবে। দক্ষিণেশ্বরের দিক থেকে আসা পিডব্লিউডি রোডের সবেদাবাগান থেকে শুরু হয়ে বি টি রোডে আইএসআই-এর সামনে গিয়ে নেমেছে ৬৪০ মিটার লম্বা ওই সেতু। বালি ব্রিজ থেকে আসা কলকাতামুখী গাড়ি এবং নিবেদিতা সেতু থেকে নামা ভারী গাড়ি ডানলপ মোড় পার করতে ওই সেতু ব্যবহার করত। ২০১২ সালে সেতুর উদ্বোধন হয়। ২০১৮ সালে মাঝেরহাট সেতু ভাঙার পরে রাজ্যের সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষার সময়ে ধরা পড়ে, অর্ধচন্দ্রাকৃতি অংশটিতে ভার বহনে সমস্যা রয়েছে। তার পরেই বড় এবং ভারী গাড়ি চলাচল বন্ধ করে শুধু ছোট গাড়ি যাতায়াতের অনুমতি দেওয়া হয়। বি টি রোডের অংশে তিনটি স্তম্ভ তৈরির কাজ মেটে গত বছরের শেষে। এখন পিডব্লিউডি রোডের অংশে নতুন তিনটি স্তম্ভ তৈরি চলছে। ঘিরে রাখা হয়েছে ডানলপ মোড়ের অনেকটা অংশ। তার জেরে দক্ষিণেশ্বর ও ব্যারাকপুরের দিক থেকে আসা ভারী লরি, বাসের লম্বা লাইন লেগে যাচ্ছে। পূর্ত দফতর সূত্রের খবর, স্তম্ভ তৈরির পরে ফের স্বাস্থ্য পরীক্ষা হবে। পাশ করলে তবেই মিলবে ভারী গাড়ি চলাচলের অনুমতি।