• সীমান্তে কাঁটাতার-বেড়া দিতে স্বেচ্ছায় জমি দিলেন কৃষকরা
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৫
  • দিব্যেন্দু সিনহা, জলপাইগুড়ি

    ৭৮ বছর পরে জমি জট কাটল দক্ষিণ বেরুবাড়ি এলাকায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কাঁটাতারের বেড়া এবং সীমান্ত রোড তৈরি করার জন্য এগিয়ে এলেন ৫০ জন জমিদাতা। তাঁদের বক্তব্য, 'বাংলাদেশের যা অবস্থা তাতে নিজেদের নিরাপত্তার বিষয়টিও এ বার ভাবতে হচ্ছে। ফলে কাঁটাতারের বেড়া দেওয়া প্রয়োজন।'

    দীর্ঘদিন ধরে চেষ্টা সফল না হলেও এ বার দক্ষিণ বেরুবাড়ির বাংলাদেশ সীমান্তে ৫০ জন জমিদাতার লিখিত সম্মতিও পেয়ে গিয়েছে বিএসএফ। সোমবার বিকেলে দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুড়া সীমান্ত এলাকায় গর্তেশ্বরী মন্দির প্রাঙ্গণে একটি বৈঠকের পরে সম্মতি দেন জমিদাতারা। উপস্থিত ছিলেন বিএসএফ আধিকারিক সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের আধিকারিকরা।

    ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার জন্য কাঁটাতার বসানোর কাজ করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তার পরেও জমি জটের কারণে সীমান্তের বেশ কিছু জায়গায় বর্ডার রোড এবং কাঁটাতার লাগানোর কাজ আটকে আছে। যার মধ্যে জলপাইগুড়ি জেলার সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি রয়েছে। ওই এলাকার উন্মুক্ত সীমান্তে জমি চিহ্নিত করা হলেও জমিদাতারা রাজি না হওয়ায় সমস্যা তৈরি হচ্ছিল। বিশেষ করে সাঁওতালপাড়া, পাঠানপাড়া, সাতকুড়া, ফকিরপাড়া ও শিরিষতলা নিয়ে এই সমস্যা ছিল। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কাঁটাতারের বেড়া দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অন্নকান্ত দাস বলেন, 'সীমান্তের সাঁওতাল পাড়া থেকে পাঠানপাড়া পর্যন্ত বিএসএফের ১৫ নম্বর ব্যাটেলিয়নের অন্তর্গত প্রায় ১১ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া হবে। ওই এলাকায় আরও ৮ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে। সেখানে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা চলছে। আগামী কিছুদিনের মধ্যে দ্রুত সেখানেও কাজ শুরু হয়ে যাবে।' এ দিকে, জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত নাগরিক সমিতির সম্পাদক সারদা প্রসাদ দাস বলেন, 'গতকাল বিকেলে ৫০ জন কৃষককে নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠকে তাঁরা রাস্তা তৈরি এবং বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের সম্মতি পত্রে স্বাক্ষর করেছেন। এ বার ওই এলাকায় কাজ শুরু করতে পারবে বিএসএফ।'

    স্থানীয় বাসিন্দা মহম্মদ নুর আলম বলেন, 'এলাকায় কাঁটাতার না থাকায় রাতের অন্ধকারে অনুপ্রবেশের চেষ্টা যেমন হয়, একইরকম ভাবে ফসল কেটে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। কিন্তু বড় সমস্যা বাংলাদেশের পরিস্থিতি। সার্বিক চিন্তা ভাবনা করেই এবার কাঁটাতারের বেড়া দেওয়া জরুরি হয়ে পড়েছে।'

  • Link to this news (এই সময়)