কালো রঙের পাতলা স্তর। তুলনামূলক নমনীয়। ডেউচা পাঁচামিতে খনন কার্যে পাওয়া গেল নরম ব্যাসল্টের স্তর। আর তিন-চার দিন খুঁড়লেই মিলবে হার্ড ব্যাসল্ট পাথর। আশায় রয়েছেন খনন কার্যের সঙ্গে আধিকারিকরা। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়েছে খনন কার্য।
PDCL-এর চেয়ারম্যান পিবি সেলিম এই সময় অনলাইনকে বলেন, ‘ব্যাসল্ট উঠতে শুরু করেছে। তবে কোনওরকমের নির্মাণ কাজে এই ব্যাসল্ট ব্যবহার হয় না। কিছু ক্ষেত্রে রাস্তা তৈরির জন্য একটি স্তরে এটি ব্যবহৃত হয়। তবে আমরা আশা করছি আরও দিন তিনেকের মধ্যে হার্ড ব্যাসল্ট বা কালো পাথর পাওয়া যাবে। যেটা আমরা বিক্রি করতে পারব।’
আড়াই মাসের মধ্যেই মিলল কালো পাথরের স্তরের উপরের ভাগের নরম ব্যসল্ট। জানা গিয়েছে, প্রায় ৭০ ফুট বা ২০ মিটার খননের পরেই দেখা পাওয়া গিয়েছে ব্যাসল্ট পাথরের উপরের এই স্তরের। কিন্তু পাথরের মতো দেখতে হলেও অত্যন্ত নরম ও ভঙ্গুর হওয়ার কারণে এই পাথর ব্যবহার যোগ্য নয়।
উল্লেখ্য, BGBS-এর শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেউচা-পাঁচামিতে খননের কাজ শুরু করার কথা ঘোষণা করেন। ফেব্রুয়ারি মাসে খনন কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়। মাঝে খনন কার্যে বাধা আসে স্থানীয়দের একাংশের তরফে। প্রশাসনের তরফে দফায় দফায় আদিবাদীদের সঙ্গে বৈঠক করা হয়। কোনও খোলামুখ খনি করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। প্রথম পর্যায়ে ৩২৬ একর জমিতে খনন কার্য শুরু করা হয়েছে। চাঁদা এলাকায় ভিত পুজো করে খনন শুরু হয়েছিল।