ধূসর মেঘে ঢাকল আকাশ, ঝেঁপে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, দুর্যোগের বিরাট অ্যালার্ট জারি
আজকাল | ৩০ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সকালেই ঘনাল অন্ধকার। ধূসর মেঘে ছেয়ে গেল আকাশ। ঝেঁপে নামবে বৃষ্টি। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগের ঘনঘটা। আজ দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। ভিজবে উত্তরবঙ্গও। এপ্রিলের শেষভাগে ঝড়বৃষ্টির জেরে তীব্র গরম থেকে রেহাই পাবেন বঙ্গবাসী।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনে তাপমাত্রার পারদ হু হু করে নামবে। একধাক্কায় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস কমবে চলতি সপ্তাহে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী চারদিনে তাপমাত্রার আর হেরফের হবে না।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে নামবে বৃষ্টি। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। কয়েকটি জেলায় ৬০ কিমি বেগেও ঝড় বইতে পারে। জারি রয়েছে হলুদ ও কমলা সতর্কতা। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির দাপট বেশি থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির জেরে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। আজ থেকে আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এখানে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের তুলনায় কম থাকবে। জারি রয়েছে হলুদ সর্তকতা।