• দুই লরির রেষারেষি, নিয়ন্ত্রণ হারিয়ে অটোর ধাক্কা, পলতায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, আহত ৪...
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দুই লরির রেষারেষি ও বেপরোয়া গতির বলি পলতায়। অটো ও লরির মুখোমুখি সংঘর্ষ। প্রাণ গেল এক মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। 

    জানা গিয়েছে, পলতা বাসস্ট্যান্ডের সামনে দু'টি লরি রেষারেষি করে ব্যারাকপুর থেকে কল্যাণীর দিকে যাচ্ছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি প্রথমে একটি দোকানে ধাক্কা মারে। অপর লরিটি পরের অন্য একটি দোকানে ধাক্কা মারে। রাস্তার পাশে অটো নিয়ে দাঁড়িয়ে ছিলেন গৌতম ভৌমিক। সেই সময় তাঁকে ধাক্কা মারে লরিটি। উল্টো দিক থেকে আরও একটি অটো আসছিল ব্যারাকপুরের দিকে। নিয়ন্ত্রণ হারিয়ে সেটিও সোজোরে ধাক্কা মারে লরিটিতে। 

    ঘটনাস্থলে মৃত্যু হয় এক মহিলার। গুরতর আহত অবস্থায় এক মহিলা আর এক পুরুষ যাত্রীকে ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অপর দু'জন আহতকে ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত আহত কারওর কোনও পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে নোয়াপাড়া থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)