• অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে তারপীঠে ভক্তদের ঢল, লম্বা লাইন পেরিয়ে চলছে হালখাতার পুজো...
    আজকাল | ৩০ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার অক্ষয় তৃতীয়ার শুভলগ্ন। সেই উপলক্ষে তারাপীঠের মা তারার মন্দিরে হাজার হাজার ভক্তের ভিড়। সকাল থেকেই চলছে হালখাতার পুজো। প্রতিদিন দেশের ছাড়াও বিদেশের বহু পর্যটকেরা ছুটে আসেন মায়ের দর্শনের জন্য। 

    ভক্তদের বিশ্বাস, মা তারার কাছে কোনও মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয়। আর আজ শুভ অক্ষয় তৃতীয়া। বছরের প্রথম দিন যেমন অনেকেই হালখাতার পুজো করে থাকেন, ঠিক তেমনি অক্ষয় তৃতীয়ার দিন অনেকে ব্যবসা শুরু করেন। অনেকে হালখাতার পুজো করেন। এদিন সকাল থেকেই তারাপীঠে উপচে পড়া ভিড়।

    সকালে মঙ্গলারতির পর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে সকলের জন্য গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয়। মন্দিরের এক সেবায়েত জানান, অক্ষয় তৃতীয়া হচ্ছে হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনা এবং তারাপীঠের নিজস্ব নিরাপত্তা রক্ষীদেরও।
  • Link to this news (আজকাল)