কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪...
আজকাল | ৩০ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় অগ্নিকাণ্ডের জেরে মৃত্যুমিছিল। মঙ্গলবার রাতে মেছুয়া বাজারের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। এঁদের মধ্যে ১৩ জন অগ্নিদগ্ধ হয়ে এবং একজন ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা গেছেন।
রাত ৩টে ১৫ মিনিট নাগাদ নগরপাল মনোজ ভার্মা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর হোটেলের মধ্যে থেকে দগ্ধ অবস্থায় অনেককে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মোট ১৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই হোটেল থেকেই ২২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন ছাদে ছিলেন। বাকি সাতজনকে হোটেলের বিভিন্ন ঘর থেকে উদ্ধার করা হয়েছে। ওই হোটেলের কোনও ঘরে আর কেউ রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার সাড়ে আটটা নাগাদ হোটেলে দাউদাউ আগুন দেখা যায়। রাতেই দমকলের ১৩টি ইঞ্জিন পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় হোটেলে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দিঘা থেকে ফোন করে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ তাঁর নির্দেশেই ঘটনাস্থলে যান নগরপাল মনোজ ভার্মা, মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী শশী পাঁজা। মধ্যরাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলে। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ভোর পর্যন্ত চলে উদ্ধারকাজ। দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ঘিরে তদন্ত শুরু হয়েছে।