• ৭ মে উচ্চমাধ্যমিকের রেজাল্ট কীভাবে দ্রুত দেখবেন? জানুন সব তথ্য
    আজ তক | ৩০ এপ্রিল ২০২৫
  • আগামী সপ্তাহে ফলপ্রকাশ হতে চলেছে উচ্চমাধ্যমিকের। ৭ মে ফল ঘোষণা হবে বলে জানিয়েছে  উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদ। সেদিন বেলা সাড়ে ১২টায় সাংবাদিক সম্মেলন। এরপর দুপুর ২টো থেকে ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। মোবাইল অ্যাপেও ফল দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা। ৮ মে দেওয়া হবে মার্কশিট ও শংসাপত্র। রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট ও শংসাপত্র বিলি করা হবে। ফল প্রকাশের পরের দিন নিজের স্কুল থেকে মার্কশিট পাবেন ছাত্র-ছাত্রীরা। সকাল দশটা থেকে স্কুলগুলির প্রধানশিক্ষক বা শিক্ষিকার হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে। তারপর তা নিজেদের নিজ স্কুল থেকে সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা। 

    রেজাল্ট দেখতে হাতের কাছে রাখুন-

    উল্লেখ্য, ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।  শেষ হয় ১৮ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। গতবারের থেকে ২ লক্ষেরও বেশি কম। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে তরফে বলা হয়েছিল, মে মাসের মাঝামাঝি উচ্চ মাধ্যমিকের ফল বের হতে পারে। পুরো প্রক্রিয়াটাই হবে অনলাইনে। যাতে কোনও ত্রুটি না হয় সেদিক খেয়াল রাখা হবে।  কিন্তু দেখা গেল, মে মাসের মাঝামাঝি নয়, বরং তার আগেই ফল প্রকাশ হচ্ছে। ঠিক ৫০ দিনের মাথায় প্রকাশ করা হবে পরীক্ষার ফলাফল।

    কীভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
    উচ্চমাধ্যমিকের ফলাফল জানার জন্য প্রথমেই https://bangla.aajtak.in/board-exam-results/wbchse-west-bengal-board-12th-result-এ  আসতে হবে।
    ওখানে ক্লিক করার ফলে নতুন পেজ খুলে যাবে। সেখান থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন।
    ওই নয়া পেজের একদম উপরের দিকে থাকবে ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)’। ঠিক নিচেই 'উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৫' থাকবে। সেখানে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দিতে হবে পড়ুয়াদের। 'ক্লিক করুন' বাটনে ক্লিক করতে হবে।
    এবার স্ক্রিনে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।

    উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে গুরুত্বপূর্ণ
    শিক্ষকরা পরামর্শ দিয়েছেন যে রেজাল্ট দেখার আগেই পড়ুয়ারা যেন নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বরের মতো তথ্য নিজেদের কাছে রেখে দেয়। অ্যাডমিট কার্ডও রেখে দেওয়া যেতে পারে। তাহলে দ্রুত  উচ্চমাধ্যমিকের ফলাফল দেখে নিতে পারবেন পড়ুয়ারা।
  • Link to this news (আজ তক)