নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে সন্তানদের সামনেই ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলেন এক ব্যক্তি। তার নাম অর্জুন মুন্ডা। আজ, বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রায়পুর চা বাগানের পাহাড়িয়া লাইনে। পুলিস ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। তবে তাকে গ্রেপ্তার করতে গিয়ে বেগ পেতে হয়েছে পুলিসকে। স্থানীয় সূত্রে খবর, ধৃত ব্যক্তি চা বাগানে শ্রমিকের কাজ করতেন। এদিন সকালে মদ্যপ অবস্থায় নিজের বাড়িতে গিয়ে হঠাৎই স্ত্রীয়ের সঙ্গে ঝগড়া করতে থাকেন। তাদের ঝগড়া শুনতে পেয়েছিল বাগানের অন্য শ্রমিকেরা। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি ঘরের মধ্যে ঝগড়া চলাকালীনই ধারালো অস্ত্র দিয়ে কোপায় স্ত্রীকে। সেই সময়ে সামনেই ছিল তার দুই সন্তান।গোটা বিষয়টি বুঝতে পেরে ওই দুই শিশুকে উদ্ধার করতে যান স্থানীয় শ্রমিকেরা। অভিযোগ, অর্জুন তখন ধারালো অস্ত্র দেখিয়ে হুমকি দিতে থাকে। সে বলে, কেউ কাছে গেলেই নিজের সন্তানদের খুন করবে। তারপরেই ঘরের ভিতরে দরজা দিয়ে নিজের সন্তানদের আটকে রাখে অর্জুন। তখন ওই শ্রমিকেরা পুলিসে খবর দেয়। যদিও পুলিস এলেও কোনওভাবেই প্রথমে ঘরের দরজা খোলেনি সে। তাকে বহুবার বুঝিয়ে কোনওরকমে ঘরের দরজা খুলে শিশুদের উদ্ধার করে পুলিস ও শ্রমিকেরা। তারপরেই অর্জুনকে গ্রেপ্তার করে তার হাত থেকে ধারালো অস্ত্রটি ছিনিয়ে নেন তাঁরা। মাকে খুন করেছে বাবা, সেই কথা জানিয়েছে অর্জুনের দুই সন্তানের মধ্যে একজন। তার বয়ান রেকর্ড করেছে পুলিস। এমনকী তার অভিযোগের ভিত্তিতে পুলিস গ্রেপ্তার করেছে অর্জুনকে। তবে কেন এই কাণ্ড ঘটালেন তিনি? তদন্ত শুরু করেছে পুলিস।