• নাগরিকত্ব ইস্যুতে গুজরাত পুলিসের হাতে আটক বাংলার তিন শ্রমিক অবশেষে মুক্তি পেলেন
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বোলপুর: বাংলাদেশি সন্দেহে গুজরাত পুলিসের হাতে আটক হওয়া বীরভূম ও পূর্ব বর্ধমানের তিন যুবক চারদিন পর আজ, বুধবার ভোর রাতে অবশেষে মুক্তি পেয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তদন্তে তাদের ভারতীয় নাগরিকত্ব থাকার প্রমাণ মেলায় ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, পহেলগাঁও ইস্যুতে এখন ভারত-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি। এর মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে পাকিস্তানি ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার অভিযান শুরু হয়েছে প্রায় সব রাজ্যেই। এর জেরেই গত শনিবার ভোরে গুজরাত পুলিস সুরাতের রামনগরে শ্রমিকদের আবাসনে হানা দেয়। সেখান থেকেই বীরভূমের লাভপুরের কুসুমগড়িয়া গ্রামের বাসিন্দা সুলতান মল্লিক ও শেখ আতাউর রহমান এবং পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার খরদত্তপাড়ার কামারুজামান মল্লিককে আটক করে।সুলতান ও আতাউর আট বছর এবং কামারুজামান এক বছর ধরে সুরাতের একটি কাপড় তৈরির কারখানায় কাজ করতেন। আটকের পর শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে তাঁদের পরিচয়পত্র ও অন্যান্য নথি গুজরাত পুলিসের কাছে পাঠানো হয়। তবে চার দিন ধরে কোনওরকম খবর না পেয়ে পরিজনেরা চরম উৎকণ্ঠায় ছিলেন এবং অবশেষে ‘দিদিকে বলো’তে ফোন করে অভিযোগ জানান। স্থানীয় সূত্রে খবর, তদন্তে ওই তিন যুবকের ভারতীয় নাগরিকত্ব প্রমাণিত হওয়ায় গুজরাত পুলিস তাঁদের মুক্তি দিতে বাধ্য হয়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাড়ি ফিরেছেন ওই শ্রমিকেরা। স্বস্তিতে তাঁদের পরিবারের সদস্যরা।
  • Link to this news (বর্তমান)