• বনকর্মীদের ব্রেকফাস্ট খেল হাতি! ডাল-রুটি-তরকারি সাবাড় করে প্রেসার কুকার নিয়ে জঙ্গলে ফিরল দাঁতাল...
    ২৪ ঘন্টা | ৩০ এপ্রিল ২০২৫
  • অরূপ বসাক: বুধবার সকালে কালিম্পং জেলার দশমাইল সংলগ্ন সেভক ফরেস্টে ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। জঙ্গলের মধ্যস্থ একটি ওয়াচ টাওয়ারে ঢুকে পড়ে একটি বুনো হাতি। এরপর টাওয়ারের নিচে থাকা বনকর্মীদের কিচেন রুম ভেঙে ব্রেকফাস্ট খেয়ে নেয় সে। শুধু তাই নয়, সঙ্গে মুখে করে নিয়ে যায় ডাল ভর্তি একটি প্রেসার কুকার।

    ঘটনাটি ঘটে সকাল দশটা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনজন বনকর্মী টাওয়ারে থাকতেন এবং প্রতিদিনের মতো সেদিনও তারা রুটি, তরকারি ও ডাল রান্না করেছিলেন। সেই সময় আচমকা জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক হাতি এসে হাজির হয়। বনকর্মীরা আতঙ্কে টাওয়ারের উপরে উঠে পড়েন। নীচে তখন হাতিটি কিচেন রুমে ভাঙচুর চালায় এবং সমস্ত খাবার খেয়ে ফেলে।

    ডাল রান্না করা ছিল একটি প্রেসার কুকারে। বনকর্মীরা জানান, হাতিটি কুকার থেকে ডাল বের করতে ব্যর্থ হয়ে সেটি মুখে নিয়ে জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। বনকর্মীদের চিৎকার-চেঁচামেচি তাতে কোনও প্রভাব ফেলেনি।

    দশমাইল রেঞ্জের ফরেস্ট অফিসার রাজকুমার নায়েক জানান, 'গত বছরও এই একই হাতি টাওয়ারের কিচেন রুম ভেঙে দিয়েছিল। এবার আবার ফিরে এসে শুধু খাবারই নয়, সঙ্গে নিয়ে গেল প্রেসার কুকারও।'

    এমনিতেই কালিম্পংয়ের মানুষদের স্বস্তি নেই। একের পর এক ঘটনা- কখনও হাতি, কখনও চিতা, কখনও কিং কোবরা। চিন্তিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। হয় হাতি, নয় লেপার্ড, নয় সাপের ঝক্কি তো লেগেই থাকে এখানে। কিছুদিন আগেই খবর মিলেছিল সাপের হানার। কিংকোবরা পাওয়া গিয়েছিল এলাকা থেকে। পর পর বেশ কয়েকদিন ধরে কখনও কিংকোবরা কখনও অজগর মালবাজারের একটি রিসোর্টের ঝোপ থেকে পাওয়া গিয়েছিল। এরই মধ্যেই আবার এক উন্মত্ত ষাঁড়ের ঢুকে পড়ে এলাকায়। এলাকার মানুষদের দাবি তাঁরা রীতিমতো ভয়ে ভয়ে থাকে সবসময়। কখন যে কী হয়, এই দুশ্চিন্তায় তাঁদের প্রহর কাটে। 

    কিছুদিন আগেই শহর সংলগ্ন এলাকায় অকাল দীপাবলির খবর এসেছিল। লেপার্ড বা চিতা বাঘের হানা থেকে বাঁচতে দীপাবলি মতো বাজি ফাটিয়েছিল এলাকাবাসীরা। এর আগে দেখা গেছে হাতির হামলায় মৃত্যু হয়েছে। কিন্তু এবার ঘটে গেল অবাক করা কাণ্ড হাতি বনকর্মীদের টিফিন চুরি করে খেয়ে লেজ তুলে ছুট দিল হাতি। 

    বনকর্মীদের চিৎকার-চেঁচামেচিতেও হাতি কোনও মতেই তার রণে ভঙ্গ দিতে নারাজ। হাতি প্রেসার কুকার খুলে বনকর্মীদের খাবার খেয়ে প্রেসার কুকার নিয়ে বলের দিকে ছুট দিল। এই ঘটনায় নাজেহাল সকল বনকর্মীরা।

  • Link to this news (২৪ ঘন্টা)