আজ থেকে টানা ১৯ দিন বাতিল ২১২ লোকাল ও ২৭ এক্সপ্রেস, তালিকায় রয়েছে পুরী ও দিঘাগামী একাধিক ট্রেন
প্রতিদিন | ৩০ এপ্রিল ২০২৫
সুব্রত বিশ্বাস: ফের ট্রেন বাতিল। নাভিশ্বাস নিত্যযাত্রীদের। দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া-খড়্গপুর ডিভিশনে আগামী ১৯ দিন প্রায় ২১২টি লোকাল ও ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। রেলের এই ঘোষণায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ ও নন-ইন্টারলকিং কাজের জন্য ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
ট্রেন বাতিলের পাশাপাশি ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন ও ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের কথায়, এই কাজ অপরিহার্য, তবে যাত্রীদের সুবিধার জন্য বিকল্প ব্যবস্থার চেষ্টা চলছে। সবচেয়ে বেশি ট্রেন বাতিল হবে ১৭ মে। ওইদিন মোট ৫৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে, ৩, ৭, ১১ ও ১৮ মে যথাক্রমে ২১, ১৯, ৩৬ ও ৩২টি ট্রেন বাতিল হবে। ১২ থেকে ১৪ মে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে।
উল্লেখ্য, ৪, ৫, ৬ মে বাতিল করা হয়েছে পুরী–শালিমার এক্সপ্রেস। ৭ মে পুরী-শালিমার এক্সপ্রেস বাতিল। ৫, ১৭ ও ১৮ মে বাতিল করা হয়েছে সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়াগামী রূপসী বাংলা এক্সপ্রেস। ১১ মে বাতিল করা হয়েছে পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস। ১০ ও ১১ মে বাতিল করা হয়েছে উদয়পুর-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস। ১১ মে বাতিল করা হয়েছে হাওড়া-দিঘা ণ্ডারী এক্সপ্রেস। একই দিনে দিঘা-হাওড়া রুটে তাম্রলিপ্ত এক্সপ্রেস বাতিল। ১০ মে ও ১৭ মে বাতিল হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। ১১ ও ১৭ মে হাওড়া–পুরী এক্সপ্রেস বাতিল। ১৭ মে সাঁতরাগাছি–দিঘা TOD স্পেশাল বাতিল করা হয়েছে। ১৭ ও ১৮ মে পুরীগামী ধৌলি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ১৭ মে বাতিল আরণ্যক এক্সপ্রেস (শালিমার–বেলপাহাড়ি)। ১৭ এবং ১৮ মে-ও বাতিল দিঘাগামী দুটি এক্সপ্রেসই।
যদিও এই বাতিলের ফলে নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীরা তীব্র অসুবিধায় পড়বেন। বিকল্প পরিবহণের অভাবে ভোগান্তি বাড়বে বলে মনে করেছেন যাত্রীরা। রেলও কর্তৃপক্ষ যাত্রীদের সময়সূচি যাচাই করে হাতে সময় রেখে ভ্রমণের পরামর্শ দিয়েছে।