এবার ধরনায় বসছে মাদ্রাসা শিক্ষক সংগঠন, শর্তসাপেক্ষে অনুমতি হাই কোর্টের
প্রতিদিন | ৩০ এপ্রিল ২০২৫
গোবিন্দ রায়: এবার ধরনায় বসতে চলেছে মাদ্রাসা শিক্ষক সংগঠন। বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আন্দোলন করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় সংগঠনটি। বুধবার শর্তসাপেক্ষে তাদের ধরনায় বসার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
কলেজ স্কোয়ারে ধর্নায় বসার অনুমতি চেয়েছিল মাদ্রাসা শিক্ষক সংগঠন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়েছেন। আগামী ১ মে থেকে ৫ মে ধরনায় বসতে পারবেন তাঁরা। সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ৫০ জন শিক্ষক ধরনা দিতে পারবেন। পুলিশকে সমস্তরকম সহযোগিতা করতে হবে ওই শিক্ষকদের।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে এসএসসির যোগ্য-অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের ধরনা চলছিল। যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে গত সোমবার থেকে এসএসসি ভবনে বাইরে ধরনায় চাকরিহারারা। ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার-সহ ১৬ জন। আন্দোলনকারীদের দাবি ছিল, তালিকা প্রকাশ করতেই হবে। অন্যথায় ধরনা চলবে। মঙ্গলবারও এসএসসি চেয়ারম্যান আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতেও রফাসূত্র মেলেনি। মঙ্গলবার রাতেও রাস্তাতেই ছিলেন ‘যোগ্য’ শিক্ষকরা। দফায় দফায় বৈঠক করেন তাঁরা। এরপরই বুধবার সকালে এসএসসি চেয়ারম্যানকে ঘেরাওমুক্ত করার কথা ঘোষণা করলেন চাকরিহারারা। এবার আন্দোলনে নামছেন মাদ্রাসার শিক্ষকরা।