• পেটে তীব্র ব্যথা, অপারেশন করতেই বেরোল প্রায় ৭ কেজির টিউমার
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৫
  • পেটে তীব্র ব্যথা নিয়ে বনগাঁর বেসরকারি হাসপাতালে যান মেহেরপুরের একজন মহিলা। চিকিৎসক পরীক্ষা করার পর দেখেন বছর পঁয়তাল্লিশ বয়সি সাগর বিবির গর্ভাশয়ে তরমুজের মতো বড় একটি টিউমার রয়েছে। যার ওজন প্রায় ৭ কেজি। তা দেখেই চিকিৎসক পলাশ বিশ্বাস বুঝতে পারেন, এখনই যদি টিউমারটা রোগীর শরীর থেকে বের করা না হয়, তাহলে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই সাতপাঁচ না ভেবে ঝুঁকি নিয়েই মঙ্গলবার সাগর বিবির অপারেশন শুরু করেন গাইনোকোলজিস্ট পলাশ বিশ্বাস। শেষ পর্যন্ত রোগীকে প্রাণে বাঁচাতে পেরে খুশি বনগাঁর ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

    জানা গিয়েছে, মেহেরপুর গোপালনগর থানার বাসিন্দা সাগর বিবি অনেক দিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন। সেই জন্য অনেক ডাক্তারও দেখিয়েছেন। চিকিৎসাও করেছেন। কিন্তু ফল পাননি। শেষ পর্যন্ত বনগাঁর একটি বেসরকারি হাসপাতালে এসে চিকিৎসা করিয়ে তিনি জানতে পারেন টিউমারের কথা। মঙ্গলবার সাগর বিবির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বনগাঁর ওই হাসপাতালে ভর্তি করানো হয়। আর এ দিনই রোগীর অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসক পলাশ বিশ্বাস। কিন্তু এর আগেও রোগীর আরও দু'টি জটিল অপারেশন হয়েছিল। তাই সাগর বিবির শরীরের এমন পরিস্থিতি দেখেও ঝুঁকি নিতে বাধ্য হন চিকিৎসক পলাশ বিশ্বাস।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অনেকক্ষণ ধরে এই অপারেশন চলেছে। সফলভাবে অপারেশন করেছেন অভিজ্ঞ গাইনোকোলজিস্ট পলাশ বিশ্বাস এবং অ্যানেসথেটিস্ট এন.সি. মল্লিক-সহ চিকিৎসকদের বিশেষ দল। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন জটিল হলেও সাগর বিবি বর্তমানে ভালো রয়েছেন। তাঁকে এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সময় মতো চিকিৎসা না পেলে জটিলতা আরও বাড়তে পারত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই জটিল অপারেশনে সাফল্য মেলায় খুশি রোগীর পরিবার ও সেই হাসপাতালের চিকিৎসকরা।

  • Link to this news (এই সময়)