হাওয়া অফিসের পূর্বাভাস মতোই বুধবার সকাল গড়াতেই বিভিন্ন জেলায় বৃষ্টি, সঙ্গে বজ্রপাত। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে বজ্রাঘাতে মৃত্যুর খবর আসছে। বাঁকুড়ায় মৃত্যু হয়েছে ২ জনের। মুর্শিদাবাদেও বাজ পড়ে একজন মারা গিয়েছেন বলে খবর। মুর্শিদাবাদের বহরমপুরে মৃত্যু হয়েছে একজনের। বাঁকুড়ার সদর থানার সানাবাঁধে মৃত্যু হয়েছে সোনু লোহার ও অভি বাগদি নামে দুই যুবকের।
এ দিন সকাল থেকেই বাঁকুড়ার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের পর আচমকাই প্রবল বজ্রপাত, সঙ্গে বৃষ্টি শুরু হয়। সে সময় পুকুরে স্নান করতে গিয়েছিলেন ১৯ বছরের সোনু ও ১৩ বছরের অভি। হঠাৎই বাজ পড়ে। ছিটকে পড়েন দু’জনেই। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
গত বছরও মার্চ-এপ্রিল নাগাদ ঝড়বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের সাক্ষী থাকে বাংলা। মালদহে একদিনেই বাজ পড়ে ১১ জনের মৃত্যু হয়। মে মাসে বাজ পড়ে অন্তত ২৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। ফের এপ্রিল-মে মাসের সেই চেনা ভয় ফিরছে।