ছোট থেকেই ইতিহাস তার প্রিয় সাবজেক্ট। ভবিষ্যতেও ইচ্ছে ইতিহাস নিয়েই গবেষণা করার। কোনও নির্দিষ্ট বাঁধা সময় নয়, বরং যখন ইচ্ছে হয়, তখনই বই নিয়ে বসে পড়ে। এ বার নিজের চেষ্টায় লক্ষ্যের দিকে আরও কিছুটা এগোল অনীশ কুশারী। বুধবার নিজের সমস্ত পরিশ্রমের ফল পেল উত্তর ২৪ পরগণার ছেলে অনীশ। ISC পরীক্ষায় বাংলা থেকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে মধ্যমগ্রামের এই ছেলে। ISC টুয়েলভ স্ট্যান্ডার্ডের পরীক্ষায় ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে উত্তর ২৪ পরগণার নাম উজ্জ্বল করেছে সে। ৫০০-র মধ্যে সব মিলিয়ে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮।
গঙ্গানগরের জুলিয়ান ডে স্কুলের ছাত্র অনীশ। তিনটি বিষয়ে সে পূর্ণ নম্বর অর্থাৎ ১০০ পেয়েছে -- রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল এবং সমাজবিদ্যায়। আর ইতিহাস ও ইংরাজিতে পেয়েছে ৯৯ করে। ‘বেস্ট অফ ফোর’ অনুযায়ী, অনীশের প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ।
তার এই কৃতিত্বের পিছনে সবচেয়ে বড় অবদান তার মা-বাবার বলে জানিয়েছে অনীশ। সেই সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের কথাও বলতে ভোলেননি কৃতী ছাত্র। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর প্রতিও ঝোঁক রয়েছে অনীশের। সময় পেলেই ফুটবল খেলতে ও দেখতে পছন্দ করে সে।
অনীশ বলেছে, ‘যা আশা করেছিলাম তার থেকে বেশ ভালো রেজাল্ট হয়েছে। আমি এতটা এক্সপেক্ট করিনি। আমার বাবা-মা কখনই আমাকে কোনও কিছুতে বাধা দেননি। আমি যে বিষয় নিয়ে পড়তে চেয়েছি, সেটা নিয়েই পড়ার সুযোগ পেয়েছি। আমাকে শিক্ষক-শিক্ষিকারাও সবরকম ভাবে সাহায্য করেছেন।’
ভবিষ্যতে ইতিহাস নিয়ে গবেষণা করতে চায় সে। স্বাভাবিক ভাবেই ছেলের এই সাফল্যে অত্যন্ত খুশি তার মা-বাবা। অনীশের মা নিবেদিতা কুশারী বলেছেন, ‘ও যে দিকে এগোতে চায়, সেটা নিয়েই পড়বে। আমরা সব সময় ওর পাশে রয়েছি।’ আর বাবা অভিজিৎ কুশারী বলেছেন, ‘ছোটবেলা থেকেই ওর ইচ্ছেগুলোকে গুরুত্ব দিয়ে এসেছি। সে ভাবেই ওকে বড় করেছি। ওর এই সাফল্যে পরিবারের পাশাপাশি খুশি প্রতিবেশীরাও। অনীশকে নিয়ে সকলে গর্বিত।’
মধ্যমগ্রামের কৃতী ছাত্রকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবার তাঁর শুভেচ্ছাপত্র নিয়ে অনীশের বাড়িতে আসেন মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি জানান, সম্ভাব্য এক থেকে দশের তালিকায় রয়েছে কৃতী ছাত্র অনীশ। তার এই সাফল্যে খুশি সকলেই। আগামী দিনে তাকে সংবর্ধনাও দেওয়া হবে। ভবিষ্যতে নিজের প্রতিভায় ফের মধ্যমগ্রামের নাম উজ্জ্বল করবে বলে আশাবাদী রথীন ঘোষ।