স্বামীর দাবি মতো পর্যাপ্ত পণ আনতে পারেননি, মুর্শিদাবাদে খুন সদ্য বিবাহিতা মহিলা
আজকাল | ০১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাবার বাড়ি থেকে স্বামীর দাবি মত পর্যাপ্ত পণ আনতে না পারায় এক মহিলাকে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ইসলামপুর গ্রামে। মঙ্গলবার রাতে ওই মহিলার শ্বশুরবাড়ি থেকে তাঁর প্রাণহীন দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম ফাতেমা খাতুন (২০)। এই মৃত্যুর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই ওই মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত তেঘরী হাজীপাড়া গ্রামের বাসিন্দা ফাতেমা খাতুনের সঙ্গে মাত্র এক বছর আগে ইসলামপুর গ্রামের বাসিন্দা পেশায় মুহুরী ইজাজ আহমেদের বিয়ে হয়েছিল। বিয়ের সময় ফাতেমার পরিবারের তরফ থেকেই ইজাজকে তাঁর দাবি মত পণ দেওয়া হলেও অভিযোগ, শ্বশুরবাড়ির কাছ থেকে তাঁর বিভিন্ন জিনিসের দাবি কখনওই মেটেনি।
মৃত মহিলার পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরে ফের একবার বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য ফাতেমাকে চাপ দিচ্ছিল ইজাজ। সেই টাকা না আনতে পারায় মঙ্গলবার খুন করা হয়েছে ফাতেমাকে।
মৃত ওই মহিলার মা পলি বিবি বলেন, ''মেয়ের বিয়ের সময় জামাইকে একটি গাড়ি, বড় অঙ্কের নগদ টাকা এবং বেশ কিছু সোনার গয়না দেওয়া হয়েছিল। তারপরও সে আমার মেয়েকে নিয়মিত বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত। সেই দাবি মেটাতে না পারলেই তাঁর উপর অকথ্য অত্যাচার করা হত।'' তিনি বলেন, ''সম্প্রতি আমার জামাই আমাদের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা এবং সোনার গয়না নিয়ে আসার জন্য মেয়ের উপর চাপ দিছিল। আমরা সেই দাবি মেটাতে না পারায় ফাতেমার উপর শারীরিক অত্যাচার শুরু হয়। এর পাশাপাশি ইজাজ আমার স্বামীর নামে থাকা সমস্ত জমি তার নিজের নামে লিখে দেওয়ার জন্য দাবি জানিয়েছিল। আমার মেয়ে ইজাজের কথামতো চলতে রাজি না হওয়ায় তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
মৃত ওই মহিলার পরিবারের দাবি, এই খুনের ঘটনায় ইজাজ ছাড়াও তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য জড়িত রয়েছেন। তাঁদের সকলের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃত এই মহিলার পরিবার।