• বাড়ল আমুল দুধের দাম; লিটার প্রতি কত হল?
    আজ তক | ০১ মে ২০২৫
  • বাড়ল আমুল দুধের দাম। লিটার প্রতি ২ টাকা করে দুধের দাম বাড়িয়ে দেওয়া হল। আমুল স্ট্যান্ডার্ড, আমুল বাফেলো, আমুল গোল্ড, আমুল স্লিম অ্যান্ড ট্রিমের দাম বেড়েছে। আমুল চায়ে স্পেশাল, আমুল তাজা এবং আমুল কাউ মিল্ক সবেরই দাম বেড়েছে। দুধের নতুন দাম আগামিকাল সকাল থেকে কার্যকর হবে।

    দুধ ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক আমুল বিবৃতিতে জানায়, ১ মে ২০২৫ থেকে প্রতি লিটার দুধের দাম ২ টাকা বাড়বে। নতুন দাম সারা দেশে কার্যকর হবে। ২০২৪ সালের জুন থেকে দুধের দামে কোনও পরিবর্তন হয়নি। এরপর ২০২৫-র মে-তে দাম বাড়ানো হল।

    গত বছর, আমুল গ্রাহকদের স্বস্তি দেওয়ার জন্য প্রায় পাঁচ মাস ধরে ১ লিটার এবং ২ লিটারের প্যাকে যথাক্রমে ৫০ মিলি এবং ১০০ মিলি অতিরিক্ত দুধ বিনামূল্যে সরবরাহ করেছিল। এছাড়াও, ২০২৫ সালের জানুয়ারিতে, আমুল ১ লিটার প্যাকের দাম ১ টাকা কমিয়েছিল, যার ফলে স্বস্তি পেয়েছিলেন গ্রাহকেরা।

    কোম্পানি জানিয়েছে দাম বৃদ্ধির মূল কারণ হল ৩৬ লক্ষেরও বেশি দুধ উৎপাদনকারীর উৎপাদন খরচ বৃদ্ধি। আমুল জানিয়েছে ভোক্তাদের কাছ থেকে সংগৃহীত পরিমাণের প্রায় ৮০ শতাংশ সরাসরি দুধ উৎপাদনকারীদের কাছে ফেরত দেওয়া হয়। কোম্পানি যে দুধের বিক্রয়মূল্য বৃদ্ধির অবশিষ্ট অংশ দুধ উৎপাদনকারীদের কাছে ফেরত দেওয়া হবে এবং তাদের দুধ উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করা অব্যাহত থাকবে।

    কোন দুধের দাম কত বেড়েছে জেনে নিন-আমুল স্ট্যান্ডার্ড দুধ (৫০০ মিলি)
    নতুন দাম: ৩১ টাকা

    আমুল মোষের দুধ (৫০০ মিলি)
    নতুন দাম: ৩৭ টাকা

    আমুল গোল্ড মিল্ক (৫০০ মিলি)
    নতুন দাম: ৩৪

    আমুল গোল্ড মিল্ক (১ লিটার)
    নতুন দাম: ৬৭ টাকা

    আমুল স্লিম অ্যান্ড ট্রিম মিল্ক (৫০০ মিলি)
    নতুন দাম: ২৫ টাকা

    আমুল চা স্পেশাল দুধ (৫০০ মিলি)
    নতুন দাম: ৩২ টাকা

    আমুল ফ্রেশ মিল্ক (৫০০ মিলি)
    নতুন দাম: ২৮ টাকা

    আমুল ফ্রেশ মিল্ক (১ লিটার)
    নতুন দাম: ৫৫ টাকা

    এদিন, মাদার ডেয়ারি ৩০ এপ্রিল, বুধবার থেকে প্রতি লিটার দুধের দাম ২ টাকা বাড়িয়েছে। মাদার ডেয়ারি বলছে, ক্রমবর্ধমান খরচের কারণে দুধের দাম বাড়াতে হচ্ছে।
  • Link to this news (আজ তক)