আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের শমসেরগঞ্জ। আহত দুই কিশোর। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে জঙ্গিপুর মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে। কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। আহতেরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন।
বুধবার সকালে মুর্শিদাবাদ শমসেরগঞ্জ থানার চশকাপুর এলাকায় বোমা ফেটে আহত হয় দুই কিশোর। জানা গিয়েছে, চশকাপুর এলাকায় একটি বাগানে খেলা করছিল তারা। সেই সময় বাগানে মজুত ছিল বোমা। অজান্তে সেই জায়গায় পা দিয়ে ফেলে দুই কিশোর। মুহূর্তের মধ্যে ঘটে যায় বিস্ফোরণ। আহত হয় দু’জন।
গত বেশ কয়েক দিন ধরেই উত্তপ্ত ছিল মুর্শিদাবাদের একাধিক জায়গা। ওয়াকফ সংশোধিত আইনের বিরোধিতায় সুতি, জঙ্গিপুরের মতো এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ-প্রশাসনের চেষ্টায় ধীরে ধীরে শান্ত হয় মুর্শিদাবাদের পরিস্থিতি। তার মধ্যে এই বিস্ফোরণের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে শমসেরগঞ্জের গ্রামে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। কোথা থেকে ওই বিস্ফোরক এল, কারা সেগুলো রেখেছে, সব কিছু তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।