• কেউ কেন তার ধর্মের কারণে খুন হবে? ক্ষোভে ইসলাম ত্যাগ করলেন বাদুড়িয়ার শিক্ষক সাবির..
    ২৪ ঘন্টা | ০১ মে ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় (Pahelgam Terror Attack) ২৬ জন নিহত হওয়ার পর সারা পৃথিবীতে নিন্দার ঝড় ওঠে। মুসলিম ধর্মকে (Islam) কাঠগড়ায় তুলে, মুসলিম মাত্রেই সন্ত্রাসবাদ- এই তত্ত্ব সামনে আসে। অতীতেও এমন হয়েছে। এই হামলায় চূড়ান্ত মর্মাহত উত্তর ২৪ পরগনার(North 24 Pargana) বাদুড়িয়ার বিজ্ঞান শিক্ষক 'সাবির হুসেন(Sabir Hussain)।' তিনি স্বরূপনগর আদর্শ বিদ্যাপিঠের বিজ্ঞান বিভাগের শিক্ষক। 

    সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদে তাঁর নজিরবিহীন সিদ্ধান্ত তাঁকে খবরে এনেছে। এই ঘটনার পর নিজের ধর্ম ত্যাগ(Renounces religion) করার সিদ্ধান্ত নিয়েছেন ওই শিক্ষক।

    তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক দেখা দিয়েছে রাজ্য জুড়ে। এ বিষয়ে সাবির হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন 'আমি এই নারকীয় হত্যাকান্ড মন থেকে মেনে নিতে পারছি না। সকল ধর্মের মানুষের এই বিষয়ে প্রতিবাদ করা উচিত। এই ঘটনার প্রতিবাদ জানাতে আমি আজ থেকে নিজের ধর্মীয় পরিচয় পরিত্যাগ করলাম। তবে আমি আপাতত অন্য কোনও ধর্ম গ্রহণ করছি না। খুব শীঘ্রই এ বিষয়ে আদালতে গিয়ে হলফনামা জমা দিয়ে আইন সম্মতভাবে ধর্ম ত্যাগ করার আবেদন জানাব। ততদিন আমি ধর্ম ত্যাগ করে থাকতে চাই।'

    'হুসেন' তার ধর্মীয় পরিচয় ত্যাগের জন্য আদালতের দ্বারস্থ হবেন, ধর্মীয় সম্পৃক্ততামুক্ত জীবনযাপনের জন্য কোনও ধর্মের উপর তিনি নির্ভর করতে চান না। তিনি জানিয়েছেন, 'আমি বলতে চাইছি কোনও ধর্মের প্রতি অসম্মান নয় - এটি আমার ব্যক্তিগত পছন্দ। আমি দেখেছি কীভাবে ধর্মকে বারবার হিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে কাশ্মীরে। আমি আর এটা মেনে নিতে পারছি না। আমি কেবল একজন মানুষ হিসেবে পরিচিত হতে চাই, কোনও ধর্মীয় তকমা দিয়ে নয়। সেই কারণেই আমি আদালতে একটি আবেদন করতে চাই।' 

    যদিও তিনি এখনও আইনি কাজ সম্পন্ন করেননি, তবুও সাবির অদূর ভবিষ্যতে নিজেকে আনুষ্ঠানিকভাবে 'ধর্মহীন' ঘোষণা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

    তিনি আরও বলেন, 'কেউ কেন তার ধর্মের কারণে খুন হবে? এটাই আমাকে গভীরভাবে বিচলিত করে।'

    হুসেন প্রথমে সোশ্যাল মিডিয়ায় তার সিদ্ধান্তের কথা জানান এবং তারপর থেকে তিনি আইনত ইসলাম থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করেছেন। তবে, তিনি স্পষ্ট করে বলেছেন যে তাঁর পরিবারের উপর তাঁর বিশ্বাস চাপিয়ে দেবেন না এবং বলেছেন যে তার স্ত্রী এবং সন্তানরা যে কোনও পথ বেছে নিতে স্বাধীন।

    তিনি আরও মনে করেন যে আজকাল সবকিছু ধর্মের চারপাশে আবর্তিত হচ্ছে এবং তিনি সেই জগতে বাস করতে চান না।

  • Link to this news (২৪ ঘন্টা)