• 'মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করেছেন', দিঘার জগন্নাথ ধাম ঘুরে প্রশংসায় মুখর দিলীপ...
    ২৪ ঘন্টা | ০১ মে ২০২৫
  • কিরণ মান্না: অক্ষয় তৃতীয়ায় উদ্বোধনের পরই দীঘার জগন্নাথ ধামে (Digha Jagannath Temple) সস্ত্রীক হাজির দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, "পুরীর থেকে ৩৫০ কিলোমিটারে ভগবান এখানে এসেছেন। তাই আমরা তাঁর দর্শনে এসেছি। ভগবানের কাছে রাজনীতি নয়। যারা এটা বুঝবেন না, ভগবান তাদের সুমতি দিন।" আজ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হয়। এদিন দুপুরেই রীতি মেনে জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠা ও নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। পুরীর দৈতাপতি ও ইসকনের রাধারমণ দাসকে নিয়ে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

    'জয় জগন্নাথ' স্লোগানে স্বাগত দিলীপ ঘোষকে

    উদ্বোধনের পর বিকালেই স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে দীঘার নবনির্মিত জগন্নাথ ধামে হাজির হন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। 'জয় জগন্নাথ' স্লোগানের মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “পুরী থেকে প্রভু এখানে এসেছেন, আমরা তাঁকে দর্শন করতে এসেছি। গোটা ভারতবর্ষ জুড়ে মন্দির নির্মাণের মাধ্যমে মানুষের ধর্মীয় চেতনা বাড়ছে। যাঁরা ভগবানের উপযুক্ত, তাঁরাই এইসব মহৎ কাজ সম্পন্ন করছেন।”

    "আমি রাজনীতি করতে আসিনি"

    তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করেছেন, আজ অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনে এই মন্দিরের উদ্বোধন করেছেন। আমরাও এসেছি প্রভুর দর্শন করতে।” বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, “ভগবানের কাছে কোনও রাজনীতি নয়। আমি এখানে রাজনীতি করতে আসিনি। এসেছি ভগবানের কাছে। যারা এটা বুঝতে পারছেন না, ভগবান তাঁদের সুমতি দিন।”

    “ভগবানের কাছে কোনও রাজনীতি নয়!"

    জগন্নাথ দেবকে দর্শন করার পর শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। বলাই বাহুল্য যে আজকের এই ঘটনা রাজ্য-রাজনীতিতে নয়া মাত্রা যোগ করল। যে যত-ই দিলীপ ঘোষ মুখে বলুন না কেন যে, “ভগবানের কাছে কোনও রাজনীতি নয়!"

  • Link to this news (২৪ ঘন্টা)