গলা ছেড়ে গান গায়, ICSE-তে দ্বিতীয় কলকাতার সেই ঋষিকের লক্ষ্য মহাকাশ গবেষণা
প্রতিদিন | ০১ মে ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য মহাকাশ। সেই লক্ষ্যপূরণের প্রথম সোপানে পা রাখল কলকাতার ঋষিক বসু। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন বা সিআইএসসিই আয়োজিত আইসিএসই, দশম শ্রেণির পরীক্ষায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করল সে। ৫০০-এর মধ্যে প্রাপ্ত নম্বর ৪৯৯। শতাংশের বিচারে ৯৯.৮ শতাংশ। এই সাফল্যের জন্য রাজ্য সরকারের তরফে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
ঋষিক কলকাতার বাইপাসের ধারের অভিজাত আবাসনের বাসিন্দা। মৌলালির ক্যালকাটা বয়েজের দশম শ্রেণির পড়ুয়া। বিজ্ঞানের ছাত্র হলেও সারাদিন বই নিয়ে বসে থাকতে মোটেও ভালোবাসত না সে। বরং ক্যুইজ, বিতর্কসভায় অংশ নিতে পছন্দ করত সে। সুযোগ পেলে গলা ছেড়ে গানও গাইত। পাশাপাশি রুটিন মেনে পড়াশোনাও করত। আর তাতেই এই সাফল্য। বলছেন ঋষিকের বাবা রক্তিম বসু।
রক্তিমবাবু ও তাঁর স্ত্রী পিয়ালি বসু দুজনেই বেসরকারি সংস্থায় কর্মরত। ছেলের সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত তাঁরা। রক্তিমবাবু জানাচ্ছেন, “ছেলে স্কুলের হয়ে একাধিক রাজ্যে ক্যুইজ, ডিবেটে অংশ নিয়েছে। স্কুলের নাম উজ্জ্বল করেছে পুরস্কারও পেয়েছে।” পরীক্ষা ভালোই হয়েছিল ঋষিকের। আশা করেছিল ৯৯.৪ শতাংশ নম্বর পেতে পারে। বাবার সঙ্গে বসে সেই হিসেব কষেছিল। কিন্তু দেশের মধ্যে যে দ্বিতীয় হবে, তা সে ভাবেনি। গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, সাহিত্য-সহ প্রায় সব বিষয়েই একশোয় একশো পেয়েছে ঋষিক। উচ্চশিক্ষার জন্য ঋষিকের পছন্দ আইআইটি। সেখান থেকে পাশ করে বেরিয়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চান ঋষিক। তারপর নাসা বা ইসরোয় কাজ করতে চায় সে। সেই স্বপ্নপূরণের দিকে এক পা বাড়িয়ে ফেলল কলকাতার ঋষিক বসু।
উল্লেখ্য, আইসিএসই এবং আইএসসি দুই পরীক্ষাতেই নজির গড়েছে বাংলা। বুধবার ফল প্রকাশিত হয়েছে। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন বা সিআইএসসিই আয়োজিত দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাতে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা।