মোহনবাগানের ত্রিমুকুট জয়ের স্বপ্নভঙ্গ, আইএসএল জয়ীদের মরসুম শেষ হার দিয়ে
আনন্দবাজার | ৩০ এপ্রিল ২০২৫
সুপার কাপের সেমিফাইনালে হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ১-৩ গোলে হেরে গেল সবুজ-মেরুন। সুপার কাপ জিতলে এই মরসুমে তিনটি ট্রফি জিততে পারত মোহনবাগান। আইএসএল লিগ এবং কাপ জিতেছে তারা। কিন্তু সুপার কাপ জয় সম্ভব হল না।
সুপার কাপে মোহনবাগান দ্বিতীয় সারির দল নামিয়েছিল। মাত্র এক জন বিদেশি নিয়ে এই প্রতিযোগিতায় খেলতে গিয়েছিল সবুজ-মেরুন। কোচ হোসে মোলিনাও ছিলেন না। দায়িত্ব সামলাচ্ছিলেন বাস্তব রায়। তাঁর প্রশিক্ষণে আশিক কুরুনিয়ান, দীপক টাংরিরা নিজেদের উজাড় করে দিলেন। কিন্তু পাঁচ বিদেশি নিয়ে খেলতে নামা এফ গোয়ার বিরুদ্ধে জেতা হল না। তিন গোল হজম করতে হল সবুজ-মেরুনকে। হার দিয়েই শেষ হল আইএসএল জয়ী মোহনবাগানের এ বারের মরসুম।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ করছিল গোয়া। মোহনবাগানের রক্ষণভাগ এবং গোলরক্ষক ধীরজ সিংহ মিলে প্রথম ১৫ মিনিট কোনও দল খায়নি। ২০ মিনিটের মাথায় কর্নার পায় গোয়া। সেখান থেকে গোল করেন ব্রাইসন ফার্নান্ডেজ়। তিন মিনিটের মধ্যে গোল শোধ করে মোহনবাগান। বাঁ দিক থেকে আশিক আক্রমণ শুরু করে। তাঁর বাড়ানো পাস থেকেই গোল করেন সুহেল ভাট।
প্রথম গোল খাওয়ার পর থেকেই মরিয়া লড়াই শুরু করেছিল মোহনবাগান। গোলও পেয়ে যায়। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই। কিন্তু দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি মোহনবাগান। উল্টে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই পেনাল্টি পেয়ে যায় যায় গোয়া। গোল করতে ভুল করেননি ইকের গুয়ারেক্সেনা। ৫৮ মিনিটে কর্নার থেকে সোজা গোলে বল ঢুকিয়ে দেন গোয়ার বোরহা হার্নান্দেস। ৩-১ গোলে এগিয়ে যায় গোয়া। আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি মোহনবাগানের পক্ষে।
নুনো রেইস ছাড়া মোহনবাগান দলে বাকি ১০ জনই ভারতীয় ফুটবলার। তাদের নিয়েই কোয়ার্টার ফাইনালে কেরলের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছিল মোহনবাগান। সেই জয় সমর্থকদের আশা বাড়িয়ে দিয়েছিল। দ্বিতীয় সারির দল নিয়েও লড়াই করছিল তারা। কিন্তু বুধবার কোনও অঘটন ঘটাতে পারেনি মোহনবাগান। গোয়ার প্রথম সারির দলের বিরুদ্ধে হেরেই গেলেন সুহেলেরা।