• মন্দির উদ্বোধনে যাওয়ার পথে অসুস্থ সৌগত রায়, বসল পেসমেকার
    এই সময় | ০১ মে ২০২৫
  • অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। বুধবার আড়িয়াদহে একটি মন্দিরের উদ্বোধনে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি সাংসদকে বেলঘরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সূত্রের খবর, পেসমেকার বসাতে হয়েছে বর্ষীয়ান সাংসদের বুকে।

    বুধবার দুপুরে আড়িয়াদহের ৯ নম্বর ওয়ার্ডে একটি মন্দির উদ্বোধনে অংশ নেওয়ার কথা ছিল সৌগত রায়ের। সেখানেই যাচ্ছিলেন তিনি। গাড়ি থেকে নেমে হেঁটে মন্দির অবধি যাওয়ার সময় হঠাৎই মাথা ঘুরে যায় বলে খবর। সৌগত রায়ের যিনি নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি ধরে ফেলেন।

    আরেক জন নিরাপত্তা রক্ষী এসে জড়িয়ে ধরেন। ততক্ষণে সংজ্ঞা হারান সাংসদ। প্রায় মিনিট পাঁচেক তাঁর কোনও জ্ঞান ছিল না বলেও জানা গিয়েছে। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। কামারহাটি পুরসভার চেয়ারম্যানও আসেন। বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সৌগত রায়কে। সূত্রের খবর, চিকিৎসকরা পরামর্শ দেন, দ্রুত পেসমেকার বসাতে হবে। এর পরই অস্ত্রোপচার করে পেসমেকার বসানো হয়। খবর পেয়ে হাসপাতালে যান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

  • Link to this news (এই সময়)