মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন দিঘার জগন্নাথ মন্দিরের। বুধবার বিকেলেই সেই মন্দিরে যান সস্ত্রীক বিজেপি নেতা দিলীপ ঘোষ। আলাদা করে কথাও হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর এর পরই মেদিনীপুরে বিজেপির দলীয় কার্যালয়ে অশান্তির ছবি। দিলীপ ঘোষকে ‘দালাল’ বলে তোপ দেগে ছবিতে পরানো হয় জুতোর মালা, তালা ঝুলিয়ে দেওয়া হয় কার্যালয়ের দরজায়।
এক সময় দিলীপ ঘোষের গড় হিসেবে পরিচিত ছিল মেদিনীপুরে। বুধবার রাত ১০টা নাগাদ সেই মেদিনীপুর শহরের সিপাইবাজারে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান একদল বিজেপি কর্মী-সমর্থক। শুধু তাই নয়, জেলা কার্যালয়ের মূল ফটকে দিলীপ ঘোষের ছবি টাঙিয়ে তাতে জুতোর মালাও পরানো হয়।
ক্ষুব্ধ কর্মী সমর্থকদের বক্তব্য, ‘উনি তৃণমূলের হয়ে কাজ করছেন, আজ তা প্রমাণ হয়ে গেল। সে কারণেই দলের কথা না শুনেই উনি দিঘায় চলে গেলেন। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে গল্পও করলেন। এখন আমাদের একটাই স্লোগান, বিজেপি থেকে দিলীপ ঘোষ দূর হঠো।’
এ প্রসঙ্গে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, ‘পার্টি অফিসে ঠিক কী হয়েছে সেটা আমি জানি না। তবে দিঘায় দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া নিয়ে বিকেল থেকে বহু কর্মীর ফোন আমার কাছে এসেছে। সকলেই হতাশ। তাঁরা আমাকে জানিয়েছেন, এটা তাঁরা আশা করেননি। কে কোথায় যাবে তা তাঁর ব্যক্তিগত ব্যাপার। রাজ্য নেতৃত্ব এ নিয়ে অবস্থানও স্পষ্ট করেছে। তবে পূর্ব মেদিনীপুরে পার্টি অনুমোদিত একটাই অনুষ্ঠান হয়েছে, তা বিরোধী দলনেতার। দিলীপদা সেখানে না গিয়ে কেন জগন্নাথ মন্দিরে গেলেন বুঝতে পারছি না।’