দুর্ঘটনা রুখতে যাত্রী সচেতনতায় জোর দিল রেল। লেভেল ক্রসিংয়ে যাত্রীদের কঠোর ভাবে নিরাপত্তাবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিয়ালদহ ডিভিশন। সেখানে লেভেল ক্রসিংসের সিগন্যাল মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে যাত্রী ও চালকদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লেভেল ক্রসিংয়ের সিগন্যাল অমান্য করে পার হওয়ার চেষ্টা করেন অনেকেই। এই ধরনের আচরণ বিপজ্জনক। এতে যাত্রী বা চালকের প্রাণহানির সম্ভাবনা তো থাকেই, পথচারীদেরও বিপদ হতে পারে।’ শুধু তাই নয়, তাড়াহুড়োয় অনেক সময় দুর্ঘটনা ঘটে। সিগন্যাল গেটেরও ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে রেল চলাচলেও বিঘ্ন ঘটে বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, রেলওয়ে আইন অনুযায়ী নিরাপত্তা বিধি লঙ্ঘন দণ্ডনীয় অপরাধ। বিশেষ করে কোনও কারণে লেভেল ক্রসিং-এর বুম ব্যারিয়ারের ক্ষতি হলে রেলওয়ে আইনের ১৬০ ধারার অধীনে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
লেভেল ক্রসিংয়ের নিরাপত্তায় বিশেষ অভিযান শুরু করেছে রেল। চলতি বছরের প্রথম চার মাসে অর্থাৎ ২০২৫-এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, রেলওয়ে অ্যাক্টের ১৬০ (২) ধারায় ৫৯ জনকে গ্রেপ্তার করেছে শিয়ালদহ বিভাগের আরপিএফ।