• ঋতুরাজের অগ্নিকাণ্ডে বলি ১৪, অস্বাভাবিক মৃত্যুর মামলা কলকাতা পুলিশের
    এই সময় | ০১ মে ২০২৫
  • বড়বাজারের হোটেল ঋতুরাজের ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৪ জনের। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে কলকাতা পুলিশ। অগ্নি নির্বাপণ ব্যবস্থা ত্রুটির কারণে মামলা দায়ের করেছে দমকলও। এই ঘটনায় হোটেল মালিক আকাশ চাওলা ও অতুল চাওলাকে খুঁজছে পুলিশ।

    মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকার হোটেল ঋতুরাজে। প্রায় আট ঘণ্টার যুদ্ধ শেষে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। হোটেলের ভিতর থেকে উদ্ধার হয় ১৩ জনের নিথর দেহ। অগ্নিকাণ্ডে কার্নিশ থেকে পড়ে মৃত্যু হয় আরও একজনের।

    অগ্নিকাণ্ডে ধোঁয়ায় রীতিমতো গ্যাস চেম্বার হয়ে গিয়েছিল হোটেল ঋতুরাজ। হোটেলের ঘর থেকে ১০টি দেহ, সিঁড়ি থেকে একটি এবং ছাদের কাছ থেকে দুটি দেহ। ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু অধিকাংশের। কারও কারও দেহে মিলেছে পোড়ার ক্ষতও। বিষাক্ত ধোঁয়ার কারণে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করেছে কার্বন। ফলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে হোটেলের বোর্ডারদের। এ ছাড়াও আগুন থেকে বাঁচতে ঝাঁপ দেন যে ব্যক্তি মেডিক্যাল কলেজের কাছে পুলিশ মর্গে তাঁর দেহের ময়নাতদন্ত হয়। রিপোর্ট অনুযায়ী, উপর থেকে পড়ার কারণে মৃত্যু হয়েছে তাঁর।

    মৃতদের মধ্যে দুই মহিলা ও দুই শিশুও রয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশের তরফে মৃতদের নামের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে রয়েছেন বিহারের নীরজকুমার বর্মা (২৯), ওড়িশার রাজেশকুমার সান্তুকা (৬১), মনোজ পাত্র (৪৩), উত্তরপ্রদেশের কমল নাভালগড়িয়া (৩৬), আকৃতি নাভালগড়িয়া (২২), তামিলনাড়ুর পি রিথন (৩), পি দিয়া (১০), এস মুত্থু কৃষ্ণাণ (৬১) এবং ঝাড়খণ্ডের মনোজ পাসওয়ান (৪০)।

    হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় খোঁজ চলছে দুই মালিক আকাশ ও অতুলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনেই হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত সাবার্বান পার্ক রোড এলাকার লক্ষ্মী নারায়ণ অ্যাপার্টমেন্টের বাসিন্দা। তাদের সন্ধানে লালবাজার পুলিশের বিশেষ টিম তাদের অ্যাপার্টমেন্টে আসে। তাদের পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন। যদিও দু’জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাদের কাকা বি এস চাওলা জানান, দুই ভাইপো এখানে এখন থাকেন না। বছর খানেক আগেই তাঁরা অন্যত্র শিফট করেছেন। ঘটনার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এই ঘটনায় আকাশ ও অতুল চাওলা আত্মসমর্পণ করুক চাইছে তাঁদের পরিবার।

  • Link to this news (এই সময়)