• বাবা-মায়ের কাছে পড়ে ISC-এ ৯৯%, কোন্নগরের রাজদীপের লক্ষ্য ডাক্তারি
    এই সময় | ০১ মে ২০২৫
  • আইসিএসসি পরীক্ষায় গোটা দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় হুগলির কোন্নগরের ছেলে রাজদীপ বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় এই পরীক্ষায় পাঁচশোর মধ্যে তার মোট প্রাপ্ত নম্বর ৪৯৭। পার্সেন্টেজ ৯৯.০৪ শতাংশ। এই সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিশেষ প্রশংসা পত্র পেয়েছেন রাজদীপ। আগামীতে মেডিক্যাল নিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে এই মেধাবী পড়ুয়ার।

    লিলুয়া এম সি কেবি স্কুলের পড়ুয়া রাজদীপ। তার মোট প্রাপ্ত নাম্বারের মধ্যে কলা বিভাগ, অঙ্ক ও কম্পিউটারে ১০০ তে একশ পেয়েছে সে। বিজ্ঞান বিভাগে এসেছে ৯৭। তবে তার পুরো পড়াশোনাই বেশিরভাগটাই হয়েছে তাঁর মা ও বাবার তত্ত্বাবধানে। বাবা জয়দীপ বন্দ্যোপাধ্যায় পেশায় রেলের লোকো পাইলট। তাঁর কাছেই সায়েন্স গ্রুপ পড়ত ছেলে। মা সৌমি বন্দ্যোপাধ্যায়, পড়াতেন আর্টস গ্রুপ। তাদের কাছে পড়াশোনা করেই এত ভালো সাফল্য মিলেছে তাদের ছেলের।

    এ বিষয়ে রাজদীপ জানিয়েছে, মূলত বই পড়তেই তার বেশি ভালো লাগে। পড়াশোনা বাদ দিয়ে গল্পের বই খুব পছন্দের। শেক্সপিয়ারের হলেন তার অন্যতম প্রিয় লেখক। তবে এসবের বাইরে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন জার্নাল করতেও তার ভালো লাগে। খেলাধুলা গান-বাজনা এসবের শখের থেকে তার কাছে সবচেয়ে পছন্দের গল্পের বই পড়া। আগামী দিনে বায়োলজি ও মেডিকেল সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তার। পরীক্ষার পরে সে আশা করেছিল ভালো নম্বর পাওয়ার। তবে ৯৯.৪ শতাংশ নম্বর যে সে পাবে তা সেভাবে আশা করেনি। আর যখন সবাই তাকে সংবর্ধনা জানাচ্ছে তখন তারই পরিশ্রম যে সফল এমনটাই মনে করছে তার অভিভাবকরাও।

    রাজদীপের মা সৌমি বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমি আর দেখতাম ওর বাবা সায়েন্সটা দেখতো। ছেলে নিজেও অনেক পরিশ্রম করেছে। ক্লাস নবম শ্রেণী পর্যন্ত তার কোন গৃহশিক্ষক ছিল না। দশম শ্রেণীতে পড়ার সময় ইংরেজি কম্পিউটার ও ভূগোলের শিক্ষক ছিলেন। ছেলের স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তারাও প্রচন্ড সাহায্য করেছে। আর ছেলের জন্য গর্ববোধ করছি।’

  • Link to this news (এই সময়)